কীভাবে, কবে, কোথায় প্রত্যাঘাত, ঠিক করুক সেনাঃ নরেন্দ্র মোদী

উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর সার্জিকাল স্ট্রাইকে প্রত্যাঘাত করেছিল ভারতীয় সেনা। বৃহস্পতিবার পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার পর কি ফের ভারত সার্জিকাল স্ট্রাইকের পথে যাবে? এমন আশঙ্কার কথা তাদের প্রতিবেদনে লিখেছিল নিউ ইয়র্ক টাইমসও। শুক্রবার ঝাঁসির জনসভা থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সেই আশঙ্কাকেই কি ঘুরিয়ে মান্যতা দিলেন মোদী? শুক্রবার মোদী বলেন, কবে, কোথায় এবং কীভাবে প্রত্যাঘাত হানবে তা স্থির করুক সেনাবাহিনী।
কোনও রাখঢাক ছাড়াই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছেন নরেন্দ্র মোদী। শুধু হামলাকারী জঙ্গি সংগঠনকেই নয়, তাদের মদতদাতাদেরও এর সঠিক ‘জবাব’ দেওয়া হবে বলে মন্তব্য প্রধানমন্ত্রীর। সেনাকে কার্যত ফ্রি হ্যান্ড দিয়ে ঝাঁসির প্রকাশ্য সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাঘাতের বিষয়ে যে কোনও সিদ্ধান্ত নিক সেনাবাহিনী। ঝাঁসির সভা থেকে প্রতিবেশী রাষ্ট্রকে তীব্র আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের অবস্থা এতটাই খারাপ যে, ভিক্ষাপাত্র নিয়ে বিভিন্ন দেশের সামনে হাত পাততে হয়, তবু সাহায্য মেলে না।
পুলওয়ামার প্রসঙ্গ টেনে মোদী বলেন, ‘আমি জানি, দেশের মানুষের এখন রক্ত ফুটছে’। এর ‘উপযুক্ত’ জবাব দিতেই হবে।

Comments are closed.