২২ মার্চ রবিবার দেশে জনতা কারফিউ পালনের জন্য দেশবাসীকে আহ্বান মোদীর, বাড়ি থেকে কাউকে না বেরনোর পরামর্শ

করোনা মোকাবিলায় দেশবাসীকে ‘জনতা কারফিউ’ পালনের ডাক দিলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে মোদী বলেন, কিছু দেশে করোনা শুরু হওয়ার পর কিছুদিনের মধ্যেই দ্রুত বিস্তার লাভ করেছে। কিছু দেশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। এতে সাধারণ মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী বলেন, আজ আপনাদের কাছে কিছু চাইতে এসেছি। দেশবাসী কখনও আমাকে ফেরাননি। ভারত এত বড় দেশ, ১৩০ কোটি মানুষ। এখানে করোনার প্রভাব পড়বে না, ভাবা কঠিন। মোদীর আহ্বান, আজ দেশের মানুষকে নিজের কর্তব্য পালন করতে হবে। দেশের মানুষকে এই সংকল্প নিতে হবে, নিজে সংক্রামিত হবো না, অন্যকে সংক্রামিত করব না। যেহেতু এই রোগের কোনও ওষুধ নেই, নিজেকেই সতর্ক হতে হবে।
এরপরই প্রধানমন্ত্রী বলেন, আগামী ২২ মার্চ, রবিবার দেশের সমস্ত মানুষ নিজে থেকে কারফিউ পালন করুন। কেউ ঘর থেকে বেরোবেন না। শুধু সেদিনই নয়, এখন থেকে আগামী কিছু দিন সাধারণ মানুষকে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেন প্রধানমন্ত্রী।

Comments are closed.