উচ্চ পর্যায়ের করোনা-বৈঠক, শুক্রবার বাংলায় প্রচার বাতিল মোদীর

টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী

ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে করোনা পরিস্থিতি। দৈনিক সংক্রমণে বিশ্বে সবার আগে ভারত। পরিস্থিতি মোকাবিলায় দফায় দফায় বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারও রয়েছে বৈঠক। সেই কারণে বাংলায় প্রচার কর্মসূচি বাতিল করলেন প্রধানমন্ত্রী। নিজেই টুইট করে জানিয়েছেন।

ট্যুইটে তিনি জানান, আগামীকাল করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক আছে। তাই শুক্রবার বঙ্গ সফর বাতিল করতে হল।

রাজ্যে এখনও বাকি দুই দফার ভোট। কমিশনের দেওয়া কোভিড প্রোটোকল মেনে ২২ ও ২৪ এপ্রিলের প্রচার বাতিল করে ২৩ এপ্রিল একদিনে চারটি সভা করার কথা ছিল মোদীর। সভা হওয়ার কথা ছিল মালদহ, বহরমপুর, সিউড়ি ও কলকাতার শহিদ মিনার ময়দানে। তবে কোভিড পরিস্থিতির জেরে আপাতত তা বাতিল করলেন প্রধানমন্ত্রী।

মোদীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলার অ-বিজেপি দলগুলো। তৃণমূলের কটাক্ষ, ৬ দফা ভোট হয়ে যাওয়ার পর মোদীজির মনে পড়েছে তিনি দেশের প্রধানমন্ত্রী! সিপিএমের খোঁচা, বাংলা দখলে যতটা মরিয়া মোদী, দেশে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে এর অর্ধেক মরিয়া ভাব দেখালে আজ ভয়াবহ অবস্থায় পড়তে হত না দেশবাসীকে।

Comments are closed.