বিরাটের চ্যালেঞ্জ গ্রহণ করে নিজের শরীর চর্চার ভিডিও পোস্ট করলেন প্রধানমন্ত্রী

হাম ফিট তো ইন্ডিয়া ফিট স্লোগানকে সামনে রেখে বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় শরীর চর্চার ভিডিও পোস্ট করার হিড়িক পড়েছিল। নেতা থেকে অভিনেতা, খেলোয়াড় থেকে আম জনতা সকলেই মজেছিলেন ‘হ্যাশ ট্যাগ হাম ফিট তো ইন্ডিয়া ফিট’ স্লোগান ব্যবহার করে নিজ নিজ শরীর চর্চার ভিডিও পোস্ট করতে। এবার সেই তালিকায় নাম লেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার নিজের ব্যক্তিগত ট্যুইটার অ্যাকাউন্ট থেকে শারীরিক কসরতের ভিডিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। তাঁকে এই ভিডিও পোস্টের জন্য চ্যালেঞ্জ জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। নিজের এই ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, যোগাভ্যাসের পাশাপাশি নিয়মিত হাঁটার মতো বিভিন্ন শারীরিক পরিশ্রমও তিনি করেন।
একই সঙ্গে এদিন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীকেও তাঁর নিজের ভিডিও পোস্টের জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন মোদী। পাল্টা ট্যুইট করেছেন কুমারস্বামীও। তিনি লিখেছেন, তাঁর স্বাস্থের কথা চিন্তা করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তিনি নিজেও নিয়মিত শরীর চর্চা করেন। তবে কর্ণাটকের স্বাস্থ্যের উন্নতি নিয়ে তিনি এখন বেশি চিন্তিত। কর্ণাটকের উন্নয়নে প্রধানমন্ত্রীর সাহায্যও চেয়েছেন কমারস্বামী।

Leave A Reply

Your email address will not be published.