বিকেল পাঁচটায় জাতির উদ্দেশ্য ভাষণ, প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে তুঙ্গে জল্পনা

সোমবার বিকেলে ৫ টায় জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতরের ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে এ কথা জানানো হয়েছে। জাতির উদ্দেশ্যে কী বার্তা দেন প্রধানমন্ত্রী সেদিকে তাকিয়ে গোটা দেশ। পর্যবেক্ষকদের মতে সম্ভবত দেশের করোনা পরিস্থিতি নিয়ে কোনও বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি সারা দেশে দৈনিক সংক্রমণের হার কিছুটা কমেছে। তবে দৈনিক মৃত্যু নিয়ে এখনও চিন্তিত চিকিৎসকরা। বেশ কয়েকটি রাজ্যে লোকডাউন চলছে। বিধি নিষেধে কিছুটা ছাড় দেওয়া হলেও পশ্চিমবঙ্গে আগামী ১৫ জুন পর্যন্ত আংশিক লোকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।

সোমবার দেশে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ ৬৩৬ জন। এই সংকটের পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জাতির উদ্দ্যেশে কী ভাষণ দেন তা নিয়েই জল্পনা তীব্র হয়েছে।

Comments are closed.