পেনাল্টি রুখলেও মেসির কাছে বাজি হেরেছেন, পোল্যান্ডের গোলকিপার নিজেই ফাঁস করলেন রহস্য 

মেসির পেনাল্টি শট রুখে তিনি এখন আলোচনার কেন্দ্রে। দল হারলেও গোলরক্ষক হিসাবে তিনি ফুটবল প্রেমীদের মন জয় করে নিয়েছেন। তিনি পোল্যান্ডের গোলকিপার ওয়েসকে স্কেসনে। আর্জেন্তিনার সঙ্গে তাঁর দুরন্ত পারফর্মেন্সের জন্য তামাম ফুটবল দুনিয়া থেকে বাহবা মিললেও মন ‘ভালো’ নেই পোলিশ তারকার। কারণ, যাঁর পেনাল্টি রুখেছেন, সেই মেসির কাছেই ১০০ ইউরোর বাজি হেরেছেন স্কেসনে। ব্যাপারটা কী? নিজেই খেলা শেষে একটি সাক্ষৎকারে রহস্য ফাঁস করেছেন। 

গ্রুপ পর্যায়ের হাইভোল্টেজ ম্যাচ। সবে ৩৮ মিনিট খেলা হয়েছে। পোল্যান্ড বক্সে একটি সুযোগ পেয়ে যান লিও। শরীর শূন্যে ছুঁড়ে বলে হেড করতে যান মেসি। গোলরক্ষক স্কেসনেও তৈরি ছিলেন। তিনিও এগিয়ে আসেন। তখন মেসির মাথায় স্কেসনের হাতটি লাগে। প্রথমে মাঠের রেফারি সেটিকে ফাউল বলে মনে করেননি। কিন্তু পরে ভিআর-সিদ্ধান্তের জেরে পেনাল্টি পায় আর্জেন্তিনা। রেফারি যখন রিপ্লে দেখ সিদ্ধান্ত পাল্টাবেন কিনা ভাবছেন, তখনই মাঠে এক মজার ঘটনা ঘটে। 

ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে পোলিশ গোলকিপার জানিয়েছেন, রেফার সিদ্ধান্ত বিবেচনা করার সময় তিনি মেসির সঙ্গে একটি বাজি লড়েন। মেসিকে তিনি বলেন, রেফারি এটিকে কিছুতেই ফাউল দেবে না, আর যদি পেনাল্টি দেয়, তাহলে মেসিকে তিনি ১০০ ইউরো দেবেন। স্বাভাবিক ভাবেই রেফারি পেনাল্টি দেওয়ায় স্কেসনে মেসির কাছে একশো ইউরোর বাজি হেরে যান। ওই সাক্ষাৎকারে স্কেসনে মজার ছলেই বলেন, আমি জানি না এরজন্য আমায় জরিমানা করা হতে পারে কিনা, তবে আমি লিও-কে কোনও টাকা দেব না। ওর এমনিতেই অনেক টাকা আছে।  

   

Comments are closed.