মমতার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু নন্দীগ্রাম পুলিশের

শুক্রবার সকালে প্রচারের জন্য উত্তরবঙ্গে চলে যান মমতা ব্যানার্জি

সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে না নন্দীগ্রামে। বুথে বুথে অরাজকতা চলছে। একাধিক অভিযোগ জানিয়ে বয়ালের ৭ নং বুথে বসে নিজের হাতে কমিশনকে চিঠি লিখেছিলেন মমতা ব্যানার্জি। কমিশনকে দেওয়া চিঠির ভিত্তিতে শুক্রবার নন্দীগ্রামে পুলিশি তদন্ত শুরু হল।

বৃহস্পতিবার মমতার লেখা চিঠির বিষয়বস্তু প্রথমে ডিজিকে জানায় নির্বাচন কমিশন। এরপর ডিজি পূর্ব মেদিনীপুরের এসপিকে বিষয়টি জানান। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের নির্দেশে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করে একটি ডায়েরি করা হয়। সেই ডায়রির ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত রিপোর্ট কমিশনে জমা পড়েছে।

দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে। গত তিনদিন ধরে নন্দীগ্রামে ছিলেন তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি। শুক্রবার সকালে প্রচারের জন্য উত্তরবঙ্গে চলে যান তিনি। আলিপুরদুয়ার ও কোচবিহারে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

Comments are closed.