ভোটমুখী চার রাজ্যে মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে কম টাকা-সম্পত্তি মমতার, জানেন কোন মুখ্যমন্ত্রীর কত সম্পদ?

বাংলা, অসম, তামিলনাড়ু, কেরালা এই ৪ রাজ্যে ভোট আসছে। এছাড়াও কেন্দ্রশাসিত পুদুচেরিতেও একই সময় ভোট। আসুন এক নজরে দেখে নেওয়া যাক, এই ৪ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সম্পত্তির পরিমাণ কত। সবচেয়ে বেশি সম্পত্তি কার? কার সম্পত্তির পরিমাণ সবচেয়ে কম? 

মনোনয়নের সময় জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ৪ মুখ্যমন্ত্রীর মধ্যে সবচেয়ে কম সম্পত্তি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। তার পরেই আছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।  

পশ্চিমবঙ্গ 

২৭ মার্চ থেকে ৮ দফায় ভোট শুরু বাংলায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ক’দিন আগেই হলদিয়ায় মহকুমা শাসকের অফিসে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করেছেন। এক নজরে দেখে নেওয়া যাক, মমতা ব্যানার্জির সম্পত্তির খতিয়ান। 

মমতা ব্যানার্জির হাতে নগদ রয়েছে ৬৯ হাজার ২৫৫ টাকা। 

মমতার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৬ লক্ষ ৭২ হাজার ৩৫২ টাকা ৭১ পয়সা। তারমধ্যে রয়েছে ৯ গ্রাম ৭৫ মিলিগ্রাম সোনা। তার বাজারমূল্য ৪৩ হাজার ৮৩৭ টাকা। 

জমা দেওয়া হলফনামায় দেখা যাচ্ছে গত অর্থবর্ষের তুলনায় আয় কমেছে মমতা ব্যানার্জির। ২০১৯-২০ সালে মমতা ব্যানার্জির আয় ছিল ১০,৩৪,৩৭০ টাকা। ২০১৮-১৯ সালে মমতার আয় ছিল ২০,৭১,০১০ টাকা।  

বাড়ি সহ স্থাবর সম্পত্তি নেই। নিজের নামে গাড়ি নেই। মমতা ব্যানার্জির নামে কোনও ঋণ নেই। নেই বসত জমি বা কৃষিজমি। উত্তরাধিকার সূত্রেও কিছু পাননি তিনি।  

 

কেরালা 

দেশের একমাত্র বাম শাসিত রাজ্য কেরালা। এই রাজ্যেও ভোট আসছে। মুখ্যমন্ত্রীর নাম সিপিএমের পিনারাই বিজয়ন। এবারও ধরমাদম বিধানসভা কেন্দ্র থেকে ভোট লড়বেন তিনি। মনোনয়নে জমা দেওয়া হলফনামা থেকে জানা যাচ্ছে, 

২০২০-২১ সালে পিনারাই বিজয়নের মোট আয় ২ লক্ষ ৮৭ হাজার ৮৬০ টাকা।

সিপিএম পলিটব্যুরো সদস্য বিজয়নের হাতে রয়েছে নগদ ১০ হাজার টাকা। 

ব্যাঙ্কে ২ অ্যাকাউন্টে আছে মোট ৮৩ হাজার ৪৪৮ টাকা ৫১ পয়সা।  

তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২ লক্ষ ৪ হাজার ৪৮ টাকা ৫১ পয়সা। বিজয়নের স্ত্রী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মোট সম্পত্তির পরিমাণ ২৯ লক্ষ ৭৬ হাজার ৭১৭ টাকা ৬১ পয়সা। তারমধ্যে রয়েছে ৮০ গ্রাম সোনার গয়না। বাজারমূল্য ৩ লক্ষ ৩০ হাজার টাকা। 

পিনারাই বিজয়নের কোনও ঋণ নেই, গাড়ি নেই। নেই কোনও সোনা-রুপোর গয়না।

 

অসম 

উত্তর-পূর্বের রাজ্য অসমেও ভোট আসছে। বিজেপি শাসিত সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম সর্বানন্দ সোনওয়াল। মাজুলি কেন্দ্র থেকে এবারও তিনি ভোটে লড়ছেন।

দেখে নেওয়া যাক, অসমের মুখ্যমন্ত্রীর সম্পত্তির খতিয়ান। 

হলফনামা অনুযায়ী সর্বানন্দ সোনওয়ালের হাতে আছে নগদ ৩৯ হাজার ৩০ টাকা ১৩ পয়সা। 

ব্যাঙ্কে গচ্ছিত আছে ৩৮ লক্ষ ২ হাজার ৪৯৮ টাকা ৭০ পয়সা। 

শেয়ারে বিনিয়োগ ১৩ লক্ষ ৪ হাজার ৬৯৭ টাকা ৭০ পয়সা। 

এলআইসি, এনএসসিতে আছে ৪৩ লক্ষ ২৬ হাজার ৪৬১ টাকা। 

গয়না আছে ৩০ গ্রাম যার বাজারমূল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা। সর্বানন্দ সোনওয়ালের মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ১৪ লক্ষ ৭৬ হাজার ৩৯৪ টাকা ৮১ পয়সা।

 

তামিলনাড়ু 

দেশের দক্ষিণতম রাজ্য তামিলনাড়ুতে ভোট ৬ এপ্রিল। মুখ্যমন্ত্রী AIADMK এর কে পলানিস্বামী। 

মনোনয়নে জমা দেওয়া নথি বলছে কে পলানিস্বামীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৭ লক্ষ টাকা। নিজের নামে কোনও স্থাবর সম্পত্তি নেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর। 

কে পলানিস্বামীর স্ত্রীর নামে অস্থাবর সম্পত্তি ১ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩১ টাকা। স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৭৮ লক্ষ টাকা।

Comments are closed.