‘দেশভক্ত’ গডসেকে সন্ত্রাসবাদী বলার যোগ্য জবাব ভোটের পর, ফের বিতর্কে প্রজ্ঞা সিংহ ঠাকুর

গডসে ছিলেন ‘দেশভক্ত’, যাঁরা তাঁকে সন্ত্রাসবাদীর তকমা দিচ্ছেন, ভোটের ফল ঘোষণার পর তাঁরা যোগ্য জবাব পাবেন, ফের বিতর্কিত মন্তব্য ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত তথা বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিংহ ঠাকুরের।
রবিবার আরাভাকুরিচির এক জনসভা থেকে অভিনেতা কমল হাসান মন্তব্য করেন, স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু। মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে উদ্ধেশ্য করে কমল হাসানের এই মন্তব্যে বেজায় চটেছে বিজেপি সহ কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলি। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। যদিও তাঁর আগের অবস্থানে অনড় থেকে কমল হাসান জানিয়েছেন, তিনি যা বলেছেন তার ঐতিহাসিক সত্যতা রয়েছে।
এই প্রেক্ষিতেই কমল হাসানকে আক্রমণ করতে গিয়ে নয়া বিতর্ক তৈরি করলেন ভোপালের বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিংহ ঠাকুর। বৃহস্পতিবার তাঁর মন্তব্য, নাথুরাম গডসে একজন দেশভক্ত ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। যাঁরা গডসেকে সন্ত্রাসবাদী বলে আখ্যা দিচ্ছে ভোটের পরেই তাদের যোগ্য জবাব দেওয়া হবে।

Comments are closed.