পুতিনের সঙ্গে কথা বলতে চাইছেন জেলেনস্কি, প্রস্তাবে কী প্রতিক্রিয়া মস্কোর? 

৮ দিন কেটে গেলেও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। রুশ বোমারু বিমানের আঘাতে ইউক্রেনের একের পর এক শহর ধ্বংসের মুখে। পাল্টা প্রত্যাঘাত করছে ইউক্রেনও। বিধ্বংসী যুদ্ধের ছবিতে কার্যত আতঙ্কিত বিশ্ববাসী। ইউক্রেনবাসী দেশ ছেড়ে আশ্রয় নিচ্ছে প্রতিবেশী দেশে। আন্তর্জাতিক মহলের একাংশের দাবি, এইভাবে চলতে থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে আর বেশি দেরি নেই। এই আবহে কিছুটা আশার আলো দেখা গেল, ইউক্রেনের প্রেসিডেন্টের মন্তব্যে। সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তিনি কথা বলতে প্রস্তুত। 

সাংবাদিকদের জেলেনস্কি বলেন, আমি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে প্রস্তুত। আমার মনে হয়, এই মুহূর্তে সারা বিশ্বের রাষ্ট্রনেতার ওনার সঙ্গে আলোচনা করতে চান। এছাড়া এই মুহূর্তে আরও কোনও রাস্তাও নেই যুদ্ধ থামানোর। তারপরেই পুতিনের উদ্দ্যেশে তাঁর বার্তা, আপনি কী চাইছেন? রুশ সেনা আমাদের ভুখন্ড ছেড়ে চলে যাক। আসুন আমরা আলোচনায় বসি। 

তবে জানা গিয়েছে, জেলেনস্কির প্রস্তাবে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি মস্কো। এদিকে বৃহস্পতিবারও যুদ্ধ বিরতি নিয়ে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেন। যদিও ওই বৈঠকে কোনও রফা সূত্র মেলেনি বলেই খবর। 

এদিকে, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ চেয়ে আবেদন পত্রে সই করেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি। সে দেশের সরকারের তরফে সেই ছবি ট্যুইটও করা হয়েছে। যা নিয়ে ওয়াকিবহাল মহলের মতে, রাশিয়াকে নিজেদের  অবস্থান বোঝাতেই ওই ছবি ট্যুইট করা হয়েছে। সব মিলিয়ে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোন দিকে মোড় নেই এখন সে দিকেই তাকিয়ে বিশ্ববাসী।    

Comments are closed.