বিজেপিতে যোগ দিচ্ছেন প্রসেনজিত? ক্রমেই বাড়ছে জল্পনা

বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি প্রসেনজিতের বাড়িতে গিয়ে নিজের লেখা ‘অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অব বিজেপি' বইটি উপহার দিয়েছেন

প্রসেনজিত কি যোগ দিতে চলেছেন বিজেপিতে? সরস্বতী পুজোর দিন অভিনেতার বাড়িতে বিজেপি নেতার আগমন ঘিরে শুরু হয়েছে জল্পনা। সরস্বতী পুজোর দিন টলিউড সুপারস্টারের বাড়িতে যান রাজ্য বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি। এরপরেই গুঞ্জন শুরু হয় ভোটের আগে তবে কি মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ প্রসেনজিত চ্যাটার্জি বিজেপিতে যোগ দিতে চলেছেন। সূত্রের খবর বিজেপির এই রাজ্য নেতা নাকি প্রসেনজিতের বাড়িতে গিয়ে নিজের হাতে লেখা ‘অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অব বিজেপি’ বইটি উপহার দিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় প্রসেনজিত্‍ এর বাড়িতে যান রাজ্য বিজেপি নেতা তথা শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের সদস্য অনির্বাণ গাঙ্গুলি। সময় কাটান টলিউড সুপারস্টারের বাড়িতে।

[আরও পড়ুন- গভীর রাতে মিঠুনের মুম্বইয়ের বাড়িতে RSS প্রধান, বিজেপিতে যোগ দিচ্ছেন? জল্পনা]

মঙ্গলবার সকালে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা শুরু হয়েছিল। তাঁর বাড়িতে গিয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভগবত। অভিনেতার মুম্বইয়ের মাধ এলাকার বাংলোতে গিয়েছলেন তিনি। বিধানসভা ভোটের আগে আরএসএস প্রধানের সঙ্গে মিঠুনের সাক্ষাৎ ঘিরে জল্পনার জন্ম নেয়। কিন্তু এইসব জল্পনা উড়িয়ে দিয়ে মিঠুন দাবি করেছেন, তাঁর সঙ্গে মোহন ভগবতের আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। তাঁর আমন্ত্রণেই মুম্বইয়ের বাংলোতে দেখা করতে আসেন মোহন ভগবত।

এর আগে মিঠুন ২০১৪ সালে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হন। যদিও মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি ২০১৬ সালে সাংসদ পদ থেকে ইস্তফা দেন। সামনেই বিধানসভা নির্বাচন। এর আগে দলবদল অব্যাহত। অনেক অভিনেতাকেই দলীয় পতাকা হাতে নিয়ে রাজনীতির ময়দানে নামতে দেখা গিয়েছে। কয়েকদিন আগেই রুদ্রনীল ঘোষ গেরুয়া শিবিরে নাম লিখেয়েছেন। দীপঙ্কর দে’র মত বাংলা ছবির বর্ষীয়ান অভিনেতা তৃণমূলে যোগ দিয়েছেন। টালিগঞ্জ-এর একাধিক শিল্পী রাজ্যের শাসক শিবিরে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে আরএসএস প্রধানের সঙ্গে মিঠুনের সাক্ষাৎকে সৌজন্য বিনিময় বলে মানতে নারাজ রাজনৈতিক মহল। অন্যদিকে প্রসেনজিতের বাড়িতে গিয়ে বিজেপি নেতার লেখা বই উপহার দিয়ে তাঁকে দলে টানতে চাইছে গেরুয়া বাহিনী, বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন প্রশ্ন হল, ইন্ডাস্ট্রির বুম্বা দা কি রাজনীতির ময়দানে নামবেন? যদি তাই হয় তাহলে কোন পক্ষে প্রসেনজিত?

Comments are closed.