‘হাত’ ছাড়া পাঞ্জাব, ৪ রাজ্যেও ভরাডুবি কংগ্রেসের; কী বলছেন রাহুল গান্ধী? 

৫ রাজ্যেই কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে কংগ্রেস। গোয়া ছাড়া বাকি তিন রাজ্যে গেরুয়া শিবিরের কাছে কার্যত দাঁড়াতে পারেনি হাত শিবির। ২৪ লোকসভার আগে এই বিরাট বিপর্যয় নিয়ে কী বলছেন রাহুল গান্ধী? 

ভোটের ফল প্রায় নিশ্চিত হতেই ট্যুইট করেন রাহুল। ট্যুইটে তিনি লিখেছেন, ৫ রাজ্যে জনগণ যে রায় দিয়েছেন তা মাথা পেতে নিচ্ছে কংগ্রেস। সমস্ত জয়ী প্রার্থীকে আমার শুভেচ্ছা। সেই সঙ্গে দলের কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, যাঁরা এই নির্বাচনে কঠোর পরিশ্রম করেছেন, আমাদের ওপর আস্থা রেখেছেন তাঁদেরকে ধন্যবাদ। এই ফলাফল নিয়ে আমাদের শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভারতের জনগণের জন্য লড়াই করবে কংগ্রেস। 

এদিকে পাঞ্জাবে ইতিহাস তৈরি করেছে আম আদমি পার্টি। পাঞ্জাবে ১১৭ টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ৯২ টি আসনে এগিয়ে রয়েছে আপ। ইতিমধ্যেই কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন, পাঞ্জাবে পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ভগবন্ত মান। তাঁকেই মুখ করে পাঞ্জাব জয়ের লক্ষে ঝাঁপিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল।  

Comments are closed.