প্রবীণ নাগরিকদের জন্য টিকিটে ছাড় ফিরে আসুক; লোকসভায় রিপোর্ট জমা দিল রেলমন্ত্রকের সংসদীয় কমিটি 

করোনা পরিস্থিতিতে ২০২০ সালের ২০ মার্চ থেকে রেল ভাড়ায় সমস্ত ছাড় তুলে দেয় রেলমন্ত্রক। এই অবস্থায় প্রবীণ নাগরিকদের জন্য টিকিট মূল্যে ছাড় দ্রুত ফিরিয়ে আনা হোক। সোমবার সংসদে এমনটাই রিপোর্ট জমা দিল, রেলমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি। ওই রিপোর্টে কমিটির তরফে সুপারিশ করা হয়েছে, করোনা চলে গিয়েছে। রেলের আয় পুনরায় বাড়ছে। এই অবস্থায় প্রবীণ নাগরিকদের জন্য টিকিটে ছাড় ফিরিয়ে আনুক কেন্দ্র। 

এই প্রথম নয়। এর আগেও একই রকম সুপারিশ করে লোকসভায় রিপোর্ট জমা দিয়েছিল রেলমন্ত্রকের সংসদীয় কমিটি। যদিও জানা গিয়েছে, এই মুহূর্তে ছাড় তুলে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করার কোনও সম্ভবনা নেই। তবে কমিটির তরফে বলা হয়েছিল, প্রবীণ যাত্রীদের টিকিটে ছাড় তুলে দেওয়ার ব্যাপারটা নিয়ে পুনরায় ভাবনা চিন্তা করুক রেল মন্ত্রক। অন্তত স্লিপার এবং এসি থ্রি টায়ারের ক্ষেত্রে ফের ছাড় শুরু হোক। 

তবে এসবের মধ্যেই কিছু দিন আগে নেট পাড়ায় একটি খবর ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয়, চলতি বছরে ১ জুলাই থেকে প্রবীণ নাগরিকদের জন্য ছাড় ফিরিয়ে আনছে রেল। যদিও রেল বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়, এরকম কোনও বিজ্ঞপ্তি তারা জারি করেনি। 

Comments are closed.