শনিবার থেকেই ফের জাঁকিয়ে শীত পড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, পূর্বাভাস আবহাওয়া দফতরের, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা।
আগামী সপ্তাহের সোমবার থেকে বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হুগলি, বীরভূমে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ফলে সরস্বতী পুজোতেও বৃষ্টি হতে পারে। এদিকে শুক্রবার রাতেই পারদ নামতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। শীতের শেষে আরও একবার জাঁকিয়ে শীত অনুভূত হবে বাংলায়, এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। রাত থেকে আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রার পতন হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। তার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।