ডলারের দাম প্রধানমন্ত্রীর মায়ের বয়সের কাছাকাছি পৌঁছোচ্ছে, বিতর্কিত মন্তব্য রাজ বব্বরের

চার রাজ্যের বিধানসভা ভোট পর্বের মাঝেই কংগ্রেস নেতা রাজ বব্বরের বিতর্কিত মন্ত্যব্যকে কেন্দ্র করে কিছুটা চাপে পড়ে গেল কংগ্রেস। বৃহস্পতিবার রাজস্থানে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে রাজ বব্বর বলেন, এক সময় দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডলারের তুলনায় টাকার মূল্যে পতনের প্রসঙ্গ তুলে প্রাক্তন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছিলেন, টাকার মূল্য পড়তে পড়তে মনমোহন সিংহের বয়সের কাছে পৌঁছে যাচ্ছে। কিন্তু মোদীর আমলে তো টাকার মূল্যের যা পতন হচ্ছে, তা ধীরে ধীরে তাঁর মায়ের বয়সের সমান হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর মায়ের বর্তমান বয়স ৯৮। আর ডলারের তুলনায় টাকার বর্তমান মূল্য প্রায় ৭০ টাকা।
প্রধানমন্ত্রীর মাকে নিয়ে রাজ বব্বরের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। দলের মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, রাজনীতির বাইরের একজন মানুষকে টেনে অসংসদীয় শব্দ প্রয়োগ করেছেন রাজ বব্বর, এর জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। কংগ্রেসের অন্দরের বব্বরের এই মন্তব্যকে ভালোভাবে নেওয়া হচ্ছে না বলে খবর। এর আগেও গুজরাত নির্বাচনের সময় বিতর্কিত মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার, যা নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে।

Comments are closed.