বিধায়ক পদ ছাড়লেন রাজীব ব্যানার্জি, রবিবারই বিজেপিতে?

তৃণমূলের প্রাথমিক সদস্যপদও ছাড়ছেন রাজীব ব্যানার্জি

অমিত শাহ শহরে পা রাখার কয়েকঘণ্টা আগে বিধায়ক পদ ছাড়লেন রাজীব ব্যানার্জি। তৃণমূলের প্রাথমিক সদস্যপদও ছাড়বেন তিনি। রাজীবের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, রবিবার অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেবেন প্রাক্তন বনমন্ত্রী। 

শুক্রবার বেলা পৌনে একটা নাগাদ সাদা স্করপিও ঢোকে বিধানসভায়। গাড়ি থেকে নেমে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়ে কার্যত দৌড়ে স্পিকারের ঘরে ঢুকে যান রাজীব ব্যানার্জি। শোনা যাচ্ছে তৃণমূলের প্রাথমিক সদস্যপদও ছাড়ছেন তিনি। রবিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে সভা করবেন অমিত শাহ। সেদিন শাহের মঞ্চে কে কে বিজেপিতে যোগ দেন তা নিয়ে জল্পনা ছিল। সভার দিন যতই এগিয়ে আসছে সেই জল্পনা ক্রমেই বাড়ছে। রাজীব ব্যানার্জির ঘনিষ্ঠ মহলের খবর, রবিবার রাজীব আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেবেন। অমিত শাহের হাত থেকে পদ্ম পতাকা তুলে নেবেন তিনি। 

শুধু রাজীবই নয়, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীও বিগত বেশ কিছুদিন ধরে বেসুরো। রবিবার শাহের সভায় তিনি যাবেন। বালির বিধায়ক বৈশালী ডালমিয়াও শাহের সভায় বিজেপিতে যোগ দেবেন। 

Comments are closed.