ওদের বাবার ক্ষমতা নেই আমাকে গ্রেফতার করার! রামদেবের নয়া মন্তব্যে তোলপাড়
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA) ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়েছে। তাঁরা আর্জি জানিয়েছেন, করোনা চিকিৎসায় ভুল তথ্য দেওয়া এবং কোভিড ভ্যাকসিনেশনের ক্ষেত্রে সরকারি প্রোটোকল না মানায় রামদেবের বিরুদ্ধে ব্যবস্থা নিক কেন্দ্র
অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে মন্তব্যের পর ফের বিতর্কিত মন্তব্য রামদেবের। ওদের বাবাও আমাকে গ্রেফতার করতে পারবে না। একটি ভিডিওতে এমনই বলতে শোনা গেছে রামদেবকে। যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় রামদেবকে গ্রেফতারি নিয়ে ট্রেন্ড দেখা যায়। নতুন এই ভিডিওতে রামদেবকে বলতে শোনা গেছে, ওরা ঠগ রামদেব, মহাঠগ রামদেব, গ্রেফতার রামদেব, #অ্যারেস্টরামদেব এ সব ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই পতঞ্জলির প্রতিষ্ঠাতা বলেন, ওদের বাবাও আমাকে গ্রেফতার করতে পারবে না।
এরপরেই নিন্দার ঝড় উঠতে শুরু করে। চিকিৎসক মহল দাবি তোলে রামদেবের এই নয়া ভিডিও থেকে প্রমাণিত তিনি মোটেও অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী নন। তিনি নিজেকে আইনের উর্দ্ধে মনে করেন বলে দাবি এক চিকিৎসকের।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA) ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়েছে। তাঁরা আর্জি জানিয়েছেন, করোনা চিকিৎসায় ভুল তথ্য দেওয়া এবং কোভিড ভ্যাকসিনেশনের ক্ষেত্রে সরকারি প্রোটোকল না মানায় রামদেবের বিরুদ্ধে ব্যবস্থা নিক কেন্দ্র।
সম্প্রতি এক ভিডিয়োতে রামদেবকে বলতে শোনা যায়, চিকিৎসা বা অক্সিজেন না পেয়ে যত মানুষ মারা গিয়েছেন তার চেয়ে অনেক বেশি মানুষ মারা গিয়েছেন অ্যালোপ্যাথিক ওষুধে। তাঁর মতে, অ্যালোপ্যাথি এক দেউলিয়া হয়ে যাওয়া বিজ্ঞান!
অ্যালোপ্যাথি ডাক্তার ও ওষুধ নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য যোগগুরু রামদেবের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার ক্ষতিপূরণের নোটিস পাঠিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশেন। ১৫ দিনের মধ্যে ক্ষমা না চাইলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে IMA।
Comments are closed.