অযোধ্যা রায়ের পুরস্কার, রাজ্যসভার সাংসদ হচ্ছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈ

অবশেষে অযোধ্যা মামলার রায়ের প্ররস্কার পেলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তাঁকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে গত বছরের শেষে অবসর নেন রঞ্জন গগৈ। তার আগে তাঁর দেওয়া একাধিক মামলার রায় নিয়ে তুমুল বিতর্ক হয়। কখনও রাফাল মামলায় মোদী সরকারকে ক্লিনচিট দেওয়া, তো কখনও অসমে এনআরসির নির্দেশ। কিন্তু সবকিছুকে ছাপিয়ে যায় অযোধ্যা মামলার রায়। তখন থেকে প্রশ্ন উঠছিল, অবসরের পর কী বিশেষ পদ পেতে পারেন তিনি। অবশেষে, সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রঞ্জন গগৈকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করলেন।

 

Comments are closed.