সুশান্ত সিংহ রাজপুত সংক্রান্ত মাদক মামলায় অবশেষে জামিন পেলেন রিয়া চক্রবর্তী

২৮ দিন জেলে থাকার পর অবশেষে ১ লক্ষ টাকার বন্ডে বুধবার জামিন পেলেন রিয়া চক্রবর্তী। বুধবার তাঁর জামিন মঞ্জুর করে

বম্বে হাইকোর্ট। তবে এই একই মামলায় অভিযুক্ত রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীর জামিনের আর্জি খারিজ করেছে আদালত। খারিজ হয়েছে আবদিল বসিত পারিহারের জামিনের আবেদনও।

গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করে। অভিযোগ ওঠে চা, কফি-সহ অন্য পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে সুশান্তকে দিতেন রিয়া। বিভিন্ন হোয়াটস অ্যাপ চ্যাট থেকে তাঁর সঙ্গে ড্রাগ চক্রের সম্পর্কের কথা উঠে আসে। শুধু তাই নয়, রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী এবং সুশান্তের দেখভালের দায়িত্বে থাকা স্যামুয়েল মিরান্ডাদের সঙ্গে রিয়াও মৃত অভিনেতার জন্য মাদকের আমদানি করতেন বলেও অভিযোগ ওঠে। এরপরই রিয়া চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালান নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি আধিকারিকরা। তাঁর ল্যাপটপ-সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়।

এরপর ২ দিন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা এবং সুশান্তের রান্নার কাজ করা দীপেশ সাওয়ান্তও গ্রেফতার হন। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো নিজেদের হেফাজতে নেয় রিয়া চক্রবর্তীকে। তারপর মুম্বইয়ের বাইকুল্লা জেলে ২৮ দিন কেটে যায় অভিনেত্রীর। এদিকে এইমস সুশান্তের খুনের তত্ত্ব খারিজ করে জানিয়েছে তিনি আত্মহত্যাই করেছেন। কিন্তু মঙ্গলবারই রিয়ার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়ে ২০ অক্টোবর পর্যন্ত করা হয়। যা নিয়ে বলিউডের একাংশের তরফে মুখ খোলা হয়। রিয়াকে শিগগিরই জামিন দেওয়া হোক বলে দাবি জানাতে শুরু করেন স্বরা ভাস্কর, অনুভব সিংহরা।

অবশেষে বুধবার ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে রিয়ার জামিন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুসারে, আগামী ১০ দিন রিয়াকে থানায় হাজিরা দিতে হবে। জমা করতে হবে পাসপোর্ট। গ্রেটার মুম্বইয়ের বাইরে যেতে হলে বা বিদেশ যেতে গেলেও রিয়াকে আদালতের অনুমতি নিতে হবে।

 

 

Comments are closed.