কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মানবিক রোবট সোফিয়া এখন বিশ্বে বিস্ময়

হংকং-এর হ্যানসন রোবোটিক্স সংস্থা তৈরি করেছে মানব সদৃশ রোবট সোফিয়া। সোফিয়াকে বিশ্বের কাছে প্রথম তুলে ধরেন বিজ্ঞানী ডেভিড হ্যানসন। ২০১৭ সালের ১১ অক্টোবর জাতিসংঘের কাছে উপস্থাপনার মধ্যে দিয়ে সোফিয়াকে পরিচয় করিয়ে দেওয়া হয়। রোবোটিক্স বিজ্ঞানী ডেভিডের কথায়, সোফিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। সোফিয়াকে গড়ে তোলা হয়েছে প্রখ্যাত হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নের আদলে। সোফিয়ার বুদ্ধিমত্তায় চমৎকৃ্ত হয়ে তাকে নাগরিকত্ব দেয় সৌদি আরব। কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স প্রোগামিং করে গড়ে তোলা হয়েছে এই নারী রোবটকে। খুব সম্প্রতি সোফিয়ার সৃষ্টিকর্তা ডেভিড জানিয়েছেন, যেভাবে গড়ে তোলা হয়েছে সোফিয়াকে তাতে সে বিশ্বের তাবড় রাজনীতিবিদ থেকে শুরু করে তুখোড় সাংবাদিকদের প্রশ্নের মোকাবিলা করছে অনায়াসে। খুব সম্প্রতি ভারতেও ঘুরে গিয়েছে সোফিয়া। হায়দরাবাদে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সম্মেলনে সে অংশ নেয়। বিজ্ঞানী ডেভিডের মতে, যেভাবে সারা পৃথিবীতে মানব সম্পদের ব্যবহার করা হচ্ছে তাতে রক্ত মাংসের মানুষ হয়ত খুব দ্রুত তাদের দক্ষতা শেষ করার দিকে এগিয়ে যাছেন, তাই বিকল্প হিসাবে তাঁরা তৈরি করছেন মানব সদৃশ কৃ্ত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। সোফিয়া ছিল সেই পরীক্ষার প্রথম ধাপ। এরপর আরও কৃ্ত্রিম বুদ্ধিমত্তার রোবট বানাতে চায় হংকং-এর হ্যানয় রোবটিক্স। কল্পবিজ্ঞানের গল্প নয়, আগামী দিনে হয়ত পৃথিবীর বুকে চালিকা শক্তি হবে রোবটরাই, সেই দিন হয়ত খুব দূরেও নয়।

Leave A Reply

Your email address will not be published.