৭ বছরের চুক্তিতে সৌদির ক্লাবের সঙ্গে চুক্তি রোনাল্ডোর! হবেন সেই দেশের অ্যাম্বাসডর

তবে কি ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে পা বাড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? কারণ জানা যাচ্ছে সৌদির ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তি করতে চলেছেন সিআরসেভেন। সবকিছু ঠিকঠাক থাকলে ৭ বছরের চুক্তিতে সৌদির ক্লাব আল নাসেরে যোগ দেবেন পর্তুগিজ তারকা। স্প্যানিশ মিডিয়া আউটলেট মার্কা সূত্রে জানা গিয়েছে, আল নাসরের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত বছর ৩৭ এর ফুটবল তারকা। ২০৩০ সাল অবধি এই ক্লাবে থাকবেন রোনাল্ডো।

চুক্তির প্রথম আড়াই বছর চেনা ফুটবলার হিসেবে থাকলেও পরের পাঁচ বছর ৬ বারের ব্যালন ডি’ অর জয়ীকে সৌদি আরব ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসাবে ব্যবহার করবে।  ২০৩০ এর বিশ্বকাপে আয়োজক দেশ মিশর ও গ্রিস। রোনাল্ডো ব্র্যান্ড অ্যাম্বাসডর হলে আয়োজক দেশের তালিকায় নাম তুলতে পারবে সৌদি আরব। এর আগে সি আর সেভেন জানিয়েছিলেন, তিনি আল নাসেরে যোগ দিচ্ছেন না। বিশ্বকাপে শেষ ১৬-র ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ৬-১ গোলে জয়ী হওয়ার পর তিনি আল নাসেরে যোগ দেওয়ার খবর ভুয়ো বলে জানিয়েছিলেন।  ফুটবলার হিসাবে রোনাল্ডো প্রতি মরসুমে পাবেন ২০০ মিলিয়ন ইউরো করে। সৌদির অ্যাম্বাসডর হয়ে কাজ করার সময় তিনি আরও বেশি পারিশ্রমিক পাবেন।

উল্লেখ্য, ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যান রোনাল্ডো। কিন্তু বিশ্বকাপের আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় পর্তুগিজ তারকার। বিশ্বকাপে ক্লাব ছাড়া তিনিই প্রথম ফুটবলার হিসেবে খেলেছিলেন। বিশ্বকাপের পর কোন ক্লাবের হয়ে তিনি খেলবেন সেই নিয়ে শুরু হয় তরজা। এরমধ্যেই জানা যায় সৌদির ক্লাব চাইছেন সি আর সেভেনকে। এরপর বিশ্বকাপ থেকে চোখের জলে বিদায় নিয়েছেন তিনি। এরপর একটি মর্মস্পর্শী পোস্ট করেন তিনি। পর্তুগালের ক্লাবের হয়ে ক্লাব কেরিয়ার শুরু করা রোনাল্ডো ইংল্যান্ড, স্পেন, ইটালি ও ফের ইংল্যান্ড ঘুরে এবার যাচ্ছেন মধ্যপ্রাচ্যে। খুশি রোনান্ডো ভক্তরা।

Comments are closed.