বিশ্ব ফুটবল থেকে নির্বাসিত হওয়ার পর ফিফা ও উয়েফার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি রাশিয়ার

বিশ্ব ফুটবল থেকে নির্বাসিত হয়েছে রাশিয়া। ফিফা এবং ইউরোপীয় ফুটবল সংস্থার উয়েফা ফুটবল থেকে রাশিয়াকে বাতিল করেছে। এবার ফিফা এবং উয়েফার বিরুদ্ধে মামলা দায়ের করতে চলেছে রাশিয়া। রাশিয়ান ফুটবল ইউনিয়ন (আরএফইউ) বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার পুরুষ ও মহিলা ফুটবল দলকে সবরকমের প্রতিযোগিতা থেকে বহিষ্কার করার জন্য সিএএসে মামলা করা হবে।

কয়েকদিন আগে যৌথ বিবৃতি দিয়ে ফিফা এবং উয়েফা আগেই জানিয়েছিল, রাশিয়ার কোনও ক্লাব ফিফা ও উয়েফার খেলায় অংশ নেবে না। বিবৃতিতে ইউক্রেনের পাশে আছে ফুটবল বিশ্ব বলে জানানো হয়েছিল। এমনকি ইউক্রেনের আক্রান্তদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন দুই ফুটবল সংস্থার প্রেসিডেন্ট। ফুটবলের মাধ্যমে আবার শান্তি ফিরে আসবে বলেও আশাবাদী দুই সংস্থার প্রেসিডেন্ট। রাশিয়ার বিরুদ্ধে মাঠে না নামার কথা আগেই জানিয়েছিল ইংল্যান্ড, পোলান্ড, সুইডেন এবং চেক প্রজাতন্ত্রের মতন কিছু দেশ। দুই ফুটবল সংস্থার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি রাশিয়ান ফুটবল ইউনিয়ন (আরএফইউ)। তাই ফিফা ও উয়েফার বিরুদ্ধে আইনি মামলার পথে হাঁটতে চলেছে আরএফইউ।

Comments are closed.