মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞাকে ভোপাল থেকে টিকিট বিজেপির, সমালোচনায় বিরোধীরা

সম্প্রতি সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ কাণ্ডে অসীমানন্দকে বেকসুর খালাস করেছে আদালত। এবার ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুরকে ভোপাল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করল বিজেপি। সাধ্বী প্রজ্ঞা বর্তমানে জামিনে মুক্ত। লোকসভা ভোটে তাঁর লড়াই কংগ্রেসের দিগ্বিজয় সিংহের বিরুদ্ধে।

হেভিওয়েট দিগ্বিজয় সিংহের বিরুদ্ধে লড়তে হবে তাঁকে, তা নিয়ে একটুও চাপে নেই বলে জানিয়েছেন সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর। বিজেপি প্রার্থী জানিয়ে দেন জয়ের ব্যাপারে তিনি একদম নিশ্চিত। সূত্রের খবর, বুধবার মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিংহ ও বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুরের।
২০০৮ সালের ২৯ শে সেপ্টেম্বর মহারাষ্ট্রের মালেগাঁওয়ে একটি মোটর বাইক বিস্ফোরণে নিহত হন ৭ জন, আহত হয়েছিলেন শতাধিক মানুষ। ওই বিস্ফোরণের ঘটনায় নাম জড়ায় সাধ্বী প্রজ্ঞার। যে বাইকে দুটি বোমা বিস্ফোরণ করানো হয়েছিল, তার রেজিস্ট্রেশন নম্বর ছিল সাধ্বী প্রজ্ঞার নামে। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। ন’বছর পরে জামিনে মুক্তি পেয়েছেন সাধ্বী প্রজ্ঞা।
বুধবার সাধ্বী প্রজ্ঞাকে বিজেপি প্রার্থী করার খবরে আলোড়ন সৃষ্টি হয়। বিজেপির এই সিদ্ধান্তের তুমুল সমালোচনা শুরু হয়ে যায় বিরোধী শিবিরে। বহু চর্চিত বিকাশের পথ ছেড়ে বিজেপির রাজনীতি কোন পথে যাবে, সাধ্বী প্রজ্ঞাকে টিকিট দিয়ে তা পরিষ্কার করে দিলেন মোদী, আক্রমণ বিরোধীদের। যদিও, ভোপালের বিজেপি সাংসদ আলোক সঞ্জার জানান, সাধ্বীর বিরুদ্ধে অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। তাঁকে অযথা হয়রানি করা হয়েছে। এবার তাঁর প্রতিশোধের পালা, বলেও মন্তব্য করেন ভোপালের বিজেপি সাংসদ। আর বিজেপির প্রার্থী হয়ে সাধ্বীর মন্তব্য, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের পরাস্ত করাই তাঁর লক্ষ্য।
কট্টর হিন্দুত্ববাদী সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর দীর্ঘদিন আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন।

Comments are closed.