পুরুলিয়া পৌঁছে যান আরও কম খরচে; ধর্মতলা থেকে নতুন বাস পরিষেবা চালু করেছে রাজ্য 

দোরগোড়ায় দাঁড়িয়ে শীত। ভোরের দিকে ঈষৎ শীতের আমেজ। আর শীত মানেই ভ্রমণ প্রিয় বাঙালির কাছে ঘুরতে যাওয়া চাইই চাই। গত কয়েক বছর ধরে ‘দীপুদা’র পাশপাশি বাঙালির পছন্দেয় তালিকায় উঠে এসেছে জঙ্গলমহল। প্রতি শীতকালেই একটি বড় অংশের পর্যটক পুরুলিয়ায় পাড়ি দিচ্ছেন। সাধ্যের মধ্যে খরচে পাহাড়, জঙ্গল, হ্রদ সব মিলিয়ে লালমাটির দেশ পুরুলিয়ার জুড়ি মেলা ভার। এবার সেই পুরুলিয়া ভ্রমণই আরও কম খরচে হতে চলেছে। সৌজন্যে রাজ্যের পরিবহন দফতর। 

এবার ধর্মতলা থেকে সরকারি বাসেই সরাসরি পৌঁছে যাওয়া যাবে পুরুলিয়ার বাগমুন্ডি পাহাড়। ধর্মতলা থেকে পুরুলিয়া যাওয়ার বাস রয়েছে। কিন্তু সেগুলো সবকটিই বেসরকারি। যার ফলে টিকিটের দামও বেশি। সেই তুলনায় এসবিএসটিসি’র খরচ অনেকটাই কম হবে বলে জানা গিয়েছে। মূলত পর্যটকদের সুবিধের কথা ভেবেই এই পরিষেবা বলে জানিয়েছে এসবিএসটিসি। 

জানা গিয়েছে, প্রতিদিন সকাল ৮টায় কলকাতার ধর্মতলা বাস টার্মিনান্স থেকে বাসটি ছাড়বে। এরপর দ্বিতীয় হুগলী সেতু পেরিয়ে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, ছাতনা হয়ে বাসটি সোজা পৌঁছে যাবে পুরুলিয়ার বাগমুন্ডী পাহাড়। এসবিএসটিসি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে যাত্রীসংখ্যা বাড়লে বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। 

Comments are closed.