মেসির ওপরে বাজী ধরেছিলেন, কয়েক লাখ টাকা জিতলেন সের্জিও আগুয়েরা

কাতার বিশ্বকাপে তিনি দলের সদস্য ছিলেন না। তবু গোটা বিশ্বকাপেই সার্জেই আগুয়েরাকে আর্জেন্টিনা দলের ছায়া সঙ্গী হিসেবে দেখা গিয়েছে। আন্তর্জাতিক মিডিয়া তো তাঁকে আর্জেন্টিনার ‘নম্বর ২৭’ বলেও ডাকতে শুরু করেছে। আর সেই আর্জেন্টিনার অধিনায়ক পুরস্কার পাওয়ায় আগুয়েরারও লক্ষ্মী লাভ হয়েছে। কয়েক লক্ষ টাকা জিতেছেন তিনি। ইনস্টাগ্রামে নিজেই সে কথা জানিয়েছেন। 

মেসির হাতেই উঠবে গোল্ডেন বল। বিশ্বকাপ শুরুর আগে একটি অনলাইনে সাইটে ‘ভবিষৎবাণী’ করেছিলেন আর্জেন্টিনার হয়ে তিনটে বিশ্বকাপ খেলা আগুয়েরা। পরে বিশ্বকাপ জয়ের আনন্দে এতটাই মেতে ছিলেন যে মেসির ওপরে বাজী ধরার কথাটা ভুলেই গিয়েছিলেন। পরে ওই অনলাইন সাইটটির তরফেই তাঁকে  জানানো হয়, তিনি ১০০০ ডলারের যে বাজী ধরেছিলেন তাঁর বিনিময়ে ৮২৪৬ ডলার জিতেছেন।  টাকার মূল্যে যা প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা। সম্প্রতি ওই অনলাইন সাইটের ভাউচারটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আগুয়েরা।

 

উল্লেখ্য, হৃদরোগের কারণে মাত্র ৩৪ বছর বয়েসেই খেলা ছাড়তে হয়  আগুয়ারেক। দেশের হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন। বার্সেলোনার মতো প্রথম সারির ক্লাবে খেলতেন। গত বছরই ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন। ৫টি ম্যাচও খেলেন। কিন্তু দুৰ্ভাগ্যজনকভাবে হৃদরোগে আক্রান্ত হন। এরপরেই এক প্রকার বাধ্য হয়ে তাঁকে খেলা ছাড়তে হয়। নিজে না খেললিও মেসিদের সঙ্গে সম্পর্কের কারণে বিশ্বকাপ দলের তিনিও একজন হয়ে উঠেছিলেন। প্রাকটিস থেকে শুরু করে ম্যাচ। সব সময় দলের সঙ্গেই তাঁকে দেখা গিয়েছে। বিশ্বকাপ জয়ের পরেও সতীর্থদের সঙ্গে কাপ হাতে আনন্দে উদযাপনে মেতে উঠেছিলেন। এবার মেসির সেরার পুরস্কারও সেই আনন্দে বাড়তি মাত্রা যোগ করল।   

Comments are closed.