২১ জুলাইয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর? সংগঠনে একাধিক রদবদলের সম্ভাবনা ঘিরে জল্পনা, ২ টোয় ভার্চুয়াল বক্তৃতা

আজ ২১ জুলাই শহিদ দিবসের ভার্চুয়াল সভায় মুখ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী বার্তা দেবেন তা নিয়ে প্রবল জল্পনা দলের অন্দরে। বিশেষ করে আগামী বিধানসভা নির্বাচনের আগে এবারই শেষ ২১ জুলাই। দলের সংগঠনে একাধিক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ রদবদল মমতা ব্যানার্জি করতে পারেন বলে তৃণমূল সূত্রের খবর।
সাম্প্রতিক সময়ে আমপান এবং আরও কিছু বিষয় নিয়ে দলের এক শ্রেণির নেতার বিরুদ্ধে কিছু দুর্নীতির অভিযোগ উঠেছে। একাধিক ক্ষেত্রে কিছু ব্যবস্থাও নিয়েছে দল। এরই মধ্যে দলের শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ করে মন্তব্য করেছেন রাজীব ব্যানার্জি, সাধন পান্ডের মতো মন্ত্রীরা, যা নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যথেষ্টই ক্ষুব্ধ।
সূত্রের খবর, আগামী বিধানসভা ভোটের দিকে তাকিয়ে সংগঠনের একাধিক স্তরে বদল করা হতে পারে। কিছু নেতার যেমন দায়িত্ব বৃদ্ধি পাবে, তেমনই কাদের মমতা ব্যানার্জি করা বার্তা দেন সেদিকেও নজর থাকবে দলীয় কর্মীদের।
দুপুর ১ টা থেকে শহিদ স্মরণ শুরু হবে। চলবে এক ঘণ্টা। দুপুর ২ টোয় বক্তৃতা করবেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য শোনার জন্য বুথে বুথে আয়োজন করা হয়েছে।

Comments are closed.