ইউক্রেন নিয়ে জরুরি বৈঠকে মোদী, ভারতীয়দের ফেরাতে এবার যাচ্ছেন মন্ত্রীরা 

দফায় দফায় অনেক ভারতীয়কে ইউক্রেন থেকে ফিরিয়ে আনা হলেও, এখনও সে দেশে আটকে বহু পড়ুয়া। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে সোমবার সকালে ফের জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, ভারতীয়দের ফিরিয়ে আনতে এবার ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে যাবেন কেন্দ্রীয় মিন্ত্রীরা। সংবাদ সংস্থা সূত্রে এমনটাই খবর। 

প্রবাসীদের ফেরাতে অপারেশন গঙ্গা শুরু করেছে কেন্দ্র। এদিন সকালেও মিশন নিয়ে জরুরি বৈঠকে বসেন মোদী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, মুখ্য প্রতিরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব এবং বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী।

ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয়দের ফিরিয়ে আনতে ইউক্রেনের প্রতিবেশী রাষ্ট্র রোমানিয়া, পোলান্ড ও স্লোভাকিয়ায় যাবেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরেন রিজিজু এবং জেনারেল ভিকে সিং। ওই দেশগুলিতে গিয়ে মন্ত্রীরা সেখানকার প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন, কীভাবে প্রতিবেশী দেশের মধ্যে দিয়ে ভারতীয়দের ফিরিয়ে আনা যায়। 

উল্লেখ্য সোমবার ভোরেও এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ইউক্রেন থেকে দেশে ফিরেছেন একদল ভারতীয়। 

Comments are closed.