ভোট শেষের আগেই দিল্লিতে শুরু জোট তৎপরতা, ২৩ শে মে বিরোধী নেতা নেত্রীদের বৈঠকে ডাক সনিয়ার

ভোটের ফল ঘোষণার দিনই বিরোধী নেতা নেত্রীদের বৈঠকে ডেকে বিজেপি বিরোধী জোটজল্পনা উসকে দিলেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী। শোনা যাচ্ছিল সপ্তম দফা নির্বাচন শেষ হওয়ার পর, ২১ শে মে বিরোধীদের নিয়ে সর্বদলীয় বৈঠক করতে চান সনিয়া গান্ধী। কিন্তু ফল প্রকাশের আগে বিজেপি বিরোধী বৈঠকে সামিল হতে রাজি হননি মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতী বা অখিলেশ যাদবরা। এই পরিস্থিতিতে ভোটের ফল ঘোষণার দিন, ২৩ শে মে বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার নীচে এনে বৈঠকের প্রস্তাব দিয়েছেন সনিয়া গান্ধী। ইতিমধ্যে বৈঠকে আমন্ত্রণ পাওয়ার কথা স্বীকার করেছেন ডিএমকে নেতা স্ট্যালিন। এছাড়াও এনসিপি প্রধান শরদ পাওয়ার, উত্তর প্রদেশের বসপা প্রধান মায়াবতী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের মতো নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন সনিয়া। সূত্রের খবর, বিজেপি বিরোধী দলগুলির কাছে জোটবার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে কমলনাথ-সহ আরও বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে। বৈঠকের বার্তা পৌঁছে গিয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের কাছেও।
এবারের লোকসভা ভোটে সেভাবে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি সনিয়া গান্ধীকে। তবে ফল প্রকাশের দিন যত এগিয়ে আসছে, বিজেপি বিরোধী জোট গঠনে সক্রিয় হচ্ছেন সনিয়া। আগামী ২৩ শে মে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী  চন্দ্রবাবু নায়ডু, এনসিপি প্রধান শরদ পাওয়ার, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বৈঠকে উপস্থিত থাকছেন বলে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।

ইতিমধ্যেই কেসিআর বৈঠক করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং ডিএমকে প্রধান স্ট্যালিনের সঙ্গে।

Comments are closed.