ব্রাত্য: রাজ্য স্কুল খোলার পক্ষে, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী 

করোনার তৃতীয় ঢেউয়ের জেরে বন্ধ স্কুল- কলেজ। কবে স্কুল-কলেজ খোলা হবে তা নিয়ে নানান মহলে আলোচনা শুরু হয়েছে। এই আবহে সোমবার সাংবাদিক বৈঠক করে স্কুল খোলা নিয়ে রাজ্যের অবস্থান জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি এদিন বলেন, রাজ্যও স্কুল খোলার পক্ষে। তবে এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্রাত্য বলেন, পড়ুয়াদের ক্ষতি না করে, সংক্রমণ যাতে পুনরায় না বাড়ে সেসব দিকে খেয়াল রেখে স্কুল খোলার পক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি দাবি করেন, মমতা ব্যানার্জি নিজে স্কুল বন্ধের ব্যাপারটি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। স্বাস্থ্য দফতরের সঙ্গে কোভডি বিধি নিয়ে নিয়মিত পর্যালোচনা বৈঠক হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গেও এই নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে বলে জানান ব্রাত্য বসু। তারপরেই তিনি বলেন, সব দিক নজর রেখেই স্কুল খুলতে চাইছেন মুখ্যমন্ত্রী। যাতে স্কুল খুলে আবার বন্ধ করতে না হয়, সেদিকটা আগে সুনিশ্চিত করতে হবে। 

স্কুলের বিকল্প হিসেবে সাময়িক সময়ের জন্য ‘পাড়ায় পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচির সূচনা করেন ব্রাত্য বসু। ওই অনুষ্ঠানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। উল্লেখ, এদিন স্কুল খোলার দাবিতে শিক্ষাদফতরে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি নেয় বাম ছাত্র সংগঠন। বামেদের কর্মসূচি ঘিরে সোমবার কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় করুণাময় মোড়ে। 

Comments are closed.