এক তরফা শুনানি ঠেকাতে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল CBI এর

রাজ্যের আগেই সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই (CBI)। জানা গিয়েছে, মঙ্গলবারই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করছে সিবিআই। সূত্রের খবর, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একতরফা শুনানি করে জামিন পাওয়া আটকাতেই আগেভাগেই ক্যাভিয়েট দাখিল করে রাখতে চায় সিবিআই। 

সোমবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গিয়ে ৪ জনকে গ্রেফতার করে সিবিআই। ধৃতদের মধ্যে সুব্রত মুখার্জি ও ফিরহাদ হাকিম রাজ্য মন্ত্রিসভার হেভিওয়েট সদস্য। মদন মিত্র কামারহাতীর তৃণমূল বিধায়ক। আর একজন শোভন চ্যাটার্জি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মেয়র। সন্ধ্যায় নিম্ন আদালত ৪ জনকে জামিন দেয়। কিন্তু রাতে কলকাতা হাই কোর্টে সেই রায়ের উপর স্থগিতাদেশ আসে। রাতে প্রেসিডেন্সি জেলে থাকেন ৪ জন। ভোররাতে অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র, সুব্রত মুখার্জি, শোভন চ্যাটার্জি। মদন, শোভনকে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। মদন মিত্রের অক্সিজেন চলছে। ভর্তি রয়েছেন শোভন চ্যাটার্জি, সুব্রত মুখার্জিও। 

এই অবস্থায় বুধবার কলকাতা হাই কোর্টে মামলার পরবর্তী শুনানি। সেখানে জামিন মিলবে কি? 

Comments are closed.