আজই সম্ভবত বিধায়ক পদ থেকে ইস্তফা শুভেন্দুর, এরপর কী………

রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন ২৭ নভেম্বর। এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তৃণমূলের সদস্য পদও ছাড়তে চলেছেন তিনি।

সূত্রের খবর, আজ বুধবার নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন শুভেন্দু অধিকারী। এদিন দুপুরে বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ পত্র জমা দেওয়ার কথা তাঁর।

মন্ত্রিসভা থেকে শুভেন্দু অধিকারী ইস্তফা দেওয়ার পর থেকেই গত দু’সপ্তাহ ধরে তাঁকে নিয়ে জল্পনা চলছিল রাজ্য রাজনীতিতে। শুভেন্দুর সঙ্গ দলের বিচ্ছেদ আসন্ন, এমই খবর উঠে আসে বিভিন্ন সূত্রে। যদিও মন্ত্রিসভা থেকে তিনি ইস্তফা দেওয়ার পরও শুভেন্দু অধিকারীর সঙ্গে অলোচনা করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সৌগত রায়ের মধ্যস্থতায় অভিষেক ব্যানার্জি, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং দলের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর কথা বলেন শুভেন্দুর সঙ্গে। কিন্তু তাতেও বরফ গলেনি। বরং এই আলোচনার পরদিনই শুভেন্দু মেসেজ করে সৌগত রায়কে জানিয়ে দেন, একসঙ্গে কাজ করা সম্ভব নয়। সেদিনই স্পষ্ট হয়ে গিয়েছিল, দলের সঙ্গে শুভেন্দু অধিকারীর বিচ্ছেদ আসন্ন। অবশেষে, আজই সম্ভবত তৃণমূলের সঙ্গে শুভেন্দুর সম্পর্কে পাকাপাকি বিচ্ছেদ হতে চলেছে।

মন্ত্রিসভা থেকে ইস্তফার দিনই শুভেন্দু জানিয়েছিলেন, অন্য কোনও দলে যেতে হলে তিনি বিধায়ক পদ ছেড়েই যাবেন। এবার বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তিনি কী সিদ্ধান্ত নেন সেদিকেই নজর তৃণমূল নেতৃত্বের।

 

Comments are closed.