টাটাদের আরও ৬০০ কোটির বিনিয়োগ, নতুন ইউনিট উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী 

রাজ্যে আরও ৬০০ কোটি টাকা বিনিয়োগ করল টাটা গোষ্ঠী। খড়গপুর শিল্প তালুকে তৈরি হবে নতুন ইউনিট। যা থেকে প্রায় ২ হাজার যুবক যুবতীর কর্মসংস্থান হবে। বৃহস্পতিবার নতুন ইউনিট উদ্বোধন করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

বৃহস্পতিবার খরগপুরে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। ওই মঞ্চেই উপস্থিত ছিলেন টাটা গোষ্ঠীর কর্তারা। শিল্প নিয়ে মুখ্যমন্ত্রী উদ্যোগের প্রশংসাও করেন টাটা গোষ্ঠীর কর্তা ব্যক্তিরা। আরও ৬০০ কোটি টাকা বিনিয়োগ করে রাজ্যে দ্বিতীয় প্লান্ট চালু করল টাটা মেটালিক্স। ওই নতুন প্লান্টেরই উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। টাটাদের দাবি নতুন প্লান্ট-এ প্রায় ২ হাজার কর্মসংস্থান তৈরি হবে। 

 

মুখ্যমন্ত্রী বলেন, টাটা মেটালিক আরও ৬০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। তার মানে আরও ১ হাজার স্থানীয় ছেলের চাকরি হবে। খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে ওদের একটা ইউনিট ছিলই। আরেকটা নতুন করে করলেন। স্থানীয়দের কর্মসংস্থান হবে। সেই সঙ্গে তিনি আরও বলেন, মুখ্যসচিবের কাছে জেনেছি চেন্নাইয়ে নিয়ে গিয়ে ৫০০ মেয়েকে মোবাইল ফ্যাক্টরিতে প্রশিক্ষণ দেওয়া হবে। ফিরে এলে এখানেই চাকরি হবে। যারা করতে চান জেলা শাসকের কাছে নাম লেখান। 

Comments are closed.