হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত ৪ জনকে ‘এনকাউন্টারে’ গুলি করে মারল তেলেঙ্গানা পুলিশ। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে অভিযূক্তদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল গোটা ঘটনার তদন্তের জন্য। সেখানে অভিযুক্তরা পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করে। তখন বাধ্য হয়েই গুইলি চালাতে হয় পুলিশকে। গুলিতে ৪ অভিযুক্ত্বেরই মৃত্যু হয়েছে। যদিও এই ‘এনকাউন্টারে’র সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে।
সম্প্রতি হায়দরাবাদের তরুণী পুশু চিকিৎসককে ধর্ষণ এবং নৃশংসভাবে পুড়িয়ে মারার ঘটনায় আলোড়ন পড়ে দেশজুড়ে। জয়া বচ্চন সহ একাধিক সাংসদ ধর্ষকদের মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করেন। অভিযুক্তদের নজিরবিহীন শাস্তির দাবি ওঠে। গোটা ঘটনায় রীতিমতো চাপে পড়ে তেলেঙ্গানা প্রশাসন। গ্রেফতার করা হয় ৪ অভিযুক্তকেই। শুক্রবার ঘটনার তদন্তে তেলেঙ্গানা পুলিশ ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল। সেখানে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালিয়েছে এবং তাতে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তেলেঙ্গানা প্রশাসন।