শীতের আমেজ থাকলেও কলকাতায় সামান্য বাড়ল তাপমাত্রা; জেলাগুলোতে ঠান্ডা কেমন

বুধবার ছিল কলকাতায় মরশুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ২৪ ঘন্টার মধ্যে শহরের তাপমাত্রা সামান্য বাড়ল। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যদিও এদিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। 

আবহাওয়া দফতর জানাচ্ছে, জেলায় জেলায়ও চালিয়ে ব্যাট করছে শীত। কলকাতা সংলগ্ন জেলাগুলোর তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। ওদিকে পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা আরও কিছুটা কমেছে। পুরুলিয়া, বাঁকুড়া সহ বাকি জেলাগুলোর তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। 

এদিকে বুধবার সান্দাকফু, উত্তর সিকিম, পূর্ব সিকিমে তুষারপাত হয়েছে। দার্জিলিং, ডুয়ার্সের বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। সিকিমে আবার ভারী তুষারপাতের জেরে বহু পর্যটক আটকে পড়েছেন। ভয়ঙ্কর শৈত্যপ্রবাহও চলছে সিকিমের বিস্তীর্ণ অংশ জুড়ে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রার আরও কিছুটা পতন হবে। উত্তুরে হাওয়ার দাপটে শীতের আমেজ বজায় থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

Comments are closed.