অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি, ডুবে যাচ্ছে আস্ত একটা ট্রেন, দেখুন ভিডিও

অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি নেট দুনিয়ায় ভাইরাল। জলের মধ্যে ভাসছে একটি আস্ত ট্রেন। যা দেখে শিউরে উঠছে গোটা দেশ। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে জলের স্রোতে ভেসে গিয়েছে হাফলং স্টেশন চত্ত্বর৷ জলের স্রোতে দাঁড়িয়ে থাকা একটি প্যাসেঞ্জার ট্রেনও ভেসে গিয়েছে। উলটে গিয়েছে কয়েকটা বগি৷

উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিটোকচেরা স্টেশনে আটকে পড়া একটি ট্রেনের ১৮০ জন যাত্রী উদ্ধার করেছে সেনাবাহিনী। ইতিমধ্যেই ২৫ জোড়া ট্রেন বাতিল করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। আগরতলা-আনন্দবিহার তেজস রাজধানী এক্সপ্রেস, ব্যাঙ্গালোর ক্যান্ট-আগরতলা এক্সপ্রেস, আগরতলা-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ও শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতন কিছু ট্রেন আংশিক বাতিল ও পুরো বাতিল করা হয়েছে। উল্লেখ্য, অসমের বহু গ্রাম জলের তলায়। অসম বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, ২২২টি গ্রামে ৫৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা একটি টুইট করে জানিয়েছেন, ডিমা হাসাও জেলায় আটকে পড়া ১১৯ জন যাত্রীকে আকাশ পথে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ এরজন্য সেনাবাহিনী, বায়ুসেনা, জেলা প্রশাসন, রেলকে ধন্যবাদ জানাচ্ছি।
একটানা বৃষ্টিতে ক্ষতি হয়েছে সড়কপথেও। হাফলংয়ে জাতীয় সড়ক ভেসে গিয়েছে৷ বন্যায় চাষের জমির ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানা গিয়েছে।

Comments are closed.