‘স্যালুট স্যার’, অশ্বথ পাতায় সর্বাধিনায়ক রাওয়াতের ছবি ফুটিয়ে তুলে সোশ্যাল মিডিয়ার ঝড় তুললেন শিল্পী

চিরবিদায় নিয়েছেন দেশের প্রথম সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। শুক্রবারই শেষকৃত্য সম্পন্ন হয়েছে বিপিন রাওয়াত তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ আরও ১৩ জনের। দেশের প্রথম সিডিএসকে চিরবিদায় জানিয়েছে দেশবাসী। এবার অভিনব পদ্ধতিতে বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানালেন বিশেষভাবে সক্ষম এক শিল্পী। কর্ণাটকের বেঙ্গালুরুর বাসিন্দা শশী আদকর অশ্বথ পাতার মধ্যে ফুটিয়ে তুলেছেন বিপিন রাওয়াতকে। ব্লেড দিয়ে পাতা কেটে সুন্দরভাবে ৩৫ বছরের এই শিল্পী বানিয়ে ফেলেছেন দেশের প্রথম সিডিএসের মুখ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোও। এছাড়াও অভিনেতা অনুপম খের শেয়ার করেছেন ওই ভিডিও।

সেনা কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সস্ত্রীক বিপিন রাওয়াতের। বুধবার তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরি পর্বতের কাছে চা বাগানে ভেঙে পড়ে বিপিন রাওয়াতের কপ্টার। এই দুর্ঘটনায় একমাত্র জীবিত রয়েছেন সেনা আধিকারিক বরুণ সিংহ। বেঙ্গালুরুতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। বৃহস্পতিবার তামিলনাড়ু থেকে বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীর মৃতদেহ দিল্লিতে পৌঁছায়। তাঁকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। শুক্রবার দিল্লির ব্রার স্কোয়ার শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় সস্ত্রীক রাওয়াতের। একই চিতায় স্ত্রী মধুলিকা রাওয়াত সহ বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন করা হয়। দেশবাসী মুখে ভারত মাতা কি জয় ও চোখে জল নিয়ে তাঁদের চিরবিদায় জানায়। আর ওইদিনেই একটি অশ্বথ পাতার মধ্যে বিপিন রাওয়াতের মুখ ফুটিয়ে তুলে তঁকে শেষশ্রদ্ধা জানালেন শিল্পী শশী আদকর। তিনি জানিয়েছেন, বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে সম্মান জানাতে খুব সামান্য একটা প্রয়াস নিয়েছি। যেকোন ধরণের নতুন শিল্পের খোঁজ করেন সবসময়। ভালোবাসেন সৃজনশীল কাজ করতে। তাই ছোট একটা পাতাকেই শিল্পের জন্য বেছে নিয়েছেন শশী আদকর।

Comments are closed.