বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে গোয়ায় ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পের ঘোষণা তৃণমূলের, কী এই প্রকল্পের সুবিধা?

বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে গোয়ায় ‘গৃহলক্ষী’ প্রকল্পের ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় এলে গোয়ার গৃহকর্ত্রীদের মাসে ৫,০০০ হাজার টাকা করে দেওয়া হবে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এই টাকা। শনিবার গোয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে একথা জানানো হয়। টুইটে বলা হয়, প্রতিটি পরিবারের আয়ের পথ ঠিক করতে এই ঘোষণা তৃণমূলের। এই প্রকল্পের মাধ্যমে বছরে ৬০ হাজার টাকা ঢুকবে একটি পরিবারে।

রবিবারই গোয়ায় যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বেশ কিছু সাংগাঠনিক কাজ অংশ নেবেন তাঁরা। বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর দিল্লি দখলের লড়াইয়ে নেমেছে তৃণমূল। ত্রিপুরা, মেঘালয়, গোয়ায় নিজেদের সাংগাঠনিক শক্তি বৃদ্ধি করেছে তৃণমূল। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই যোগ দিয়েছেন তৃণমূলে।

বাংলায় ক্ষমতায় আসার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন ক্ষমতায় এলে বাংলার মহিলাদের মাসে মাসে ৫০০ টাকা করে দেওয়া হবে। তপশিলী, উপতপশিলী জাতির মহিলাদের দেওয়া হবে মাসে ১০০০ টাকা। প্রতিশ্রুতি মত ক্ষমতায় এসেই চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বাংলার প্রতিটি মহিলা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এবার গোয়ার জন্য গৃহলক্ষ্মী প্রকল্পের ঘোষণা করল তৃণমূল।

Comments are closed.