খড়দার প্রয়াত তৃণমূল বিধায়ক কাজল সিনহার ছবি নিয়ে প্রচার করছে বিজেপি, FIR কাজল সিনহার স্ত্রীর

কয়েকদিন আগেই খড়দায় উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয় সাহা একুশের নির্বাচনে তৃণমূল বিধায়ক কাজল সিনহার বাড়িতে গিয়েছিলেন। প্রনাম করেছিলেন তাঁর স্ত্রী নন্দিতা সিনহাকে। নিহত কাজল সিনহার ছবিতে পড়িয়ে দিয়েছিলেন মালা। এবার সেই জয় সাহার বিরুদ্ধে অভিযপগ দায়ের করলেন নন্দিতা সিনহা। অভিযোগ, নিহত কাজল সিনহার ছবি নিয়ে প্রচার করছেন জয় সাহা। এই নিয়ে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।

এই বিষয়ে তৃণমূলও পদক্ষেপ নেবে বলে জানা গিয়েছে। পুজোর পরেই গত রবিবার প্রচারে বেরিয়ে হঠাৎ প্রয়াত তৃণমূল নেতা কাজল সিনহার বাড়িতে যান উপনির্বাচনের বিজেপি প্রার্থী জয় সাহা। এই নিয়ে জয় সাহা জানিয়েছিলেন, কাজল সিনহার স্বপ্ন পূরণ করার লক্ষ্য নিয়ে তিনি ভোটে জয়ী হতে চান। কিন্তু তা মানতে চায়নি তৃণমূল। উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শোভনদেব চ্যাটার্জি প্রশ্ন তুলেছিলেন, কাজল সিনহার স্ত্রীর কীভাবে আশীর্বাদ করতে পারেন বিজেপি প্রার্থী জয় সাহাকে। এর উত্তরে কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা জানিয়েছিলেন, বিরোধীদের সঙ্গে সৌজন্য রেখে চলাই তৃণমূলের রীতি।

কিন্তু এরপরেই দেখা যায়, পরিবারের অনুমতি না নিয়েই কাজল সিনহার ছবি ব্যবহার করে বিজেপি প্রচার চালাতে থাকে। সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা হচ্ছে কাজল সিনহার ছবি। নন্দিতা সিনহার অভিযোগ করে বলেছেন, অনুমতি না নিয়েই প্রচার চালাচ্ছে বিজেপি। আমার স্বামীর সম্মানহানি করা হয়েছে। তিনি ইতিমধ্যেই তিনি জেলাশাসক সুমিত গুপ্তার কাছেও অভিযোগ জানিয়েছেন। এই নিয়ে বিজেপি প্রার্থী জয় সাহার বক্তব্য, রাজনৈতিক সৌজন্যের জন্য কাজল সিনহার ছবি ব্যবহার করেছি।

Comments are closed.