ফিরহাদ হাকিমের বিরুদ্ধে FIR দায়ের করলেন বিজেপি নেতা

এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। ত্রিপুরায় সায়নী ঘোষ জামিন পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এফআইআর করলেন বিজেপি নেতা সোহেল রানা। সোমবার সন্ধ্যায় ত্রিপুরার সোনামুরা থানায় একটি বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগপত্রে লেখা হয়েছে, ফিরহাদ হাকিম ত্রিপুরার মাটিতে দাঁড়িয়েই ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন। তাঁকে তুই-তোকারি করেছেন বলে অভিযোগ। অভিযোগ একটি জনসভায় তিনি বলেছেন, তুই আমাকে এখানে একটা মারলে আমি ওখানে ৫ মিনিটে তোকে পাঁচটা মারবো। এইসব উস্কানিমূলক কথায় আরও হিংসাত্মক ঘটনা ঘটছে বলে অভিযোগ বিজেপি নেতা সোহেল রানার। অন্যদিকে জানা যাচ্ছে ওই বিজেপি নেতার কাছে প্রমাণ হিসেবে একটি ভিডিও ক্লিপ রয়েছে। সেখানে ফিরহাদ হাকিমের এই মন্তব্যগুলির রেকর্ডিং করা হয়েছে। অন্যদিকে ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত রাজ্যে হিংসা রুখতে কী ব্যবস্থা নিচ্ছে ত্রিপুরা সরকার, তা দেড় ঘন্টার মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, রবিবার কার্যত বিনা নোটিশে তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ। সোমবার বিকেলে জামিন পান সায়নী। ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট। এর আগে তৃণমূলের ওপর লাগাতাড় হামলার ঘটনা চলছেই। প্রচারে বাধা দেওয়া হচ্ছে। অভিষেক ব্যানার্জির জনসভায় অনুমতি দেওয়া হয়নি। এর আগে মঙ্গলবারও পরিস্থিতি উত্তপ্ত। আগরতলা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

Comments are closed.