দেওঘর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার দেওঘর বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন দেওঘর থেকে কলকাতায় আসা যাবে মাত্র ৭৫ মিনিটেই। ২০১৮ সালেই এই বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী মোদী। ৪০১ কোটি টাকা খরচে তৈরি হয়েছে এই বিমানবন্দর। আপাতত কলকাতা পর্যন্ত উড়ান চালু হলেও খুব শীঘ্র আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেওঘর-কলকাতা ইন্ডিগো ফ্লাইটের সূচনা করেন।

রাঁচির পরে দেওঘর বিমানবন্দর ঝাড়খণ্ডের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। ৪০১ কোটি টাকা খরচে তৈরি হয়েছে এই বিমানবন্দর। এদিন মোদী জানান, বহুদিন আগেই আমরা দেওঘর বিমানবন্দরের স্বপ্ন দেখেছিলাম। মোদী আরও বলেন, রাজ্যগুলির উন্নয়ন হলেই রাষ্ট্রের উন্নতি হবে। এদিনের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি উপস্থিত ছিলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

দেওঘর বিমানবন্দর ৬৫৭ একর জায়গার ওপর তৈরি হয়েছে। এই বিমানবন্দরে এয়ারবাস এ৩২০ ও বোয়িং ৭৩৭, দুই ধরনের বিমানই ওঠানামা করতে পারবে। রানওয়েটির দৈর্ঘ্য ২ হাজার ৫০০ মিটার। রানওয়ের দৈর্ঘ্য ২ হাজার ৫০০ মিটার। এই বিমানবন্দরে এয়ারবাস এ৩২০ ও বোয়িং ৭৩৭, দুই ধরনের বিমানই ওঠানামা করতে পারবে।

Comments are closed.