পেগাসাস কাণ্ডে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন শীর্ষ আদালতের, কেন্দ্রের জবাবে সন্তুষ্ট নয় আদালত

পেগাসাস কাণ্ডে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট। এই কমিটিতে থাকছেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি আর ভি রবীন্দ্রন ও দুইজন সাইবার বিশেষজ্ঞ অলোক যোশী, সন্দীপ ওবেরয়।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এদিন বলেন, কেন্দ্রকে জবাব দেওয়ার জন্য সময় দেওয়া হলেও সঠিক জবাব দেয়নি কেন্দ্র। বুধবার আদালতের পর্যবেক্ষন গোপনীয়তার অধিকার রক্ষা করা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সাংবাদিক নয়, দেশের প্রতিটি নাগরিকের গোপনীয়তা রক্ষা করা উচিত।
উল্লেখ্য, পেগাসাস ইস্যুতে উত্তাল হয়েছিল গোটা দেশ। পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছিল। এই নিয়ে বাদল অধিবেশনে উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা ও রাজ্যসভা। খোদ তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে। এই মামলার প্রথম শুনানি হয় অগাস্ট মাসে। সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে কেন্দ্র জানিয়েছিল, এমিডিয়া রিপোর্টের উপর নির্ভর করেই পেগাসাস নিয়ে মন্তব্য করা হচ্ছে। এবার পেগাসাস কাণ্ডে তদন্তের জন্য কমিটি গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

Comments are closed.