বিশ্বকাপের শেষ হয়নি এখনও, বিদায় নিয়েই অনুশীলন শুরু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, রিয়েল মাদ্রিদের মাঠে অনুশীলন!

বিশ্বকাপে মরক্কোর কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছে পর্তুগাল। বিশ্বকাপের ফাইনাল এখনও হয়নি। কিন্তু এর আগেই অনুশীলন শুরু করে দিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার চারদিনের মাথায় রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে তাঁকে দেখা গেল অনুশীলন করতে। এরপরেই ফের প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি আবার রিয়াল মাদ্রিদেই ফিরতে চলেছেন রোনাল্ডো?

সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়েছে রোনাল্ডোর অনুশীলন করার ছবি। দেখা যাচ্ছে একা একাই মাঠে অনুশীলন করছেন তিনি। জানা গিয়েছে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েই রোনাল্ডো রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে ক্লাবের মাঠে অনুশীলন করতে দেওয়ার জন্য আবেদন করেন। সেই আবেদন রেখেছেন পেরেজ। কিন্তু রিয়েলে রোনাল্ডো ফিরবেন কিনা তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, বিশ্বকাপের আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে বিচ্ছেদ হয়েছে রোনাল্ডোর। এর পরেই জানা যায়, সৌদি আরবের ক্লাব আল নাসের রোনাল্ডোকে বিরাট অঙ্কের প্রস্তাব দিয়েছেন। কাতারের একটি ক্লাবো নাকি কথা বলেছেন সি আর সেভেনের সঙ্গে। কিন্তু কোন ক্লাবের হয়ে খেলবেন তা এখনও জানা যায়নি।

অন্যদিকে বিশ্বকাপ দেশকে এনে দিতে না পারার জন্য দুঃখপ্রকাশ করে একটি ফেসবুক পোস্ট করেন রোনাল্ডো। সেখানে তিনি লেখেন, দেশের হয়ে বিশ্বকাপ জেতা ছিল আমার কেরিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন। পর্তুগালের হয়ে অনেক আন্তর্জাতিক শিরোপা জিতেছি। কিন্তু আমাদের দেশের নাম বিশ্বের দরবারে এক নম্বরে রাখাই ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন। আমি এই স্বপ্নের জন্য লড়াই করেছি। অনেক আন্তর্জাতিক শিরোপা পেয়েছি, পাঁচ বার বিশ্বকাপ খেলে যা গোল করেছি, সবসময় পাশে পেয়েছি দলের সহকর্মীদের। পাশে পেয়েছি লক্ষ লক্ষ পর্তুগিজদের। এরপরেই জানা যায় ২০২৪ সালে দেশকে ইউরো কাপ এনে দেওয়ার জন্য লড়াই শুরু করেছেন রোনাল্ডো। পর্তুগিজ সংবাদ মাধ্যম সূত্রে খবর, দেশের জার্সি গায়ে ফের মাঠে নেমে ইউরো কাপ জয় করতে চাইছেন সি আর সেভেন।

Comments are closed.