বিশ্বকাপ জয় করে বাড়ি ফিরলেন বাংলার দুই কন্যা তিতাস সাধু ও ঋষিতা বসু

বিশ্বকাপ জয় করে বাড়ি ফিরল বাংলার দুই কন্যা। দু’দিন আগেই  অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ জয় করেছে ভারত। সেই দলে ছিলেন বাংলার তিন কন্যা। তাঁদের মধ্যে রয়েছেন  দলে হাওড়ার হৃষিতা বসু।  হুগলির তিতাস সাধু ও শিলিগুড়ির রিচা ঘোষ। বিশ্বকাপ জয়ের পর বৃহস্পতিবার  ঘরে ফিরে আসেন দুই কন্যা তিতাস সাধু ও ঋষিতা বসু।

 

এদিন দুপুর বারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান তাঁরা। বিমানবন্দরে তাদের স্বাগত জানায় রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস সহ সিএবি কর্তারা।

দক্ষিণ আফ্রিকায় মহিলাদের প্রথম অনুর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। শেফালি ভার্মার নেতৃত্বে সেই দলে ছিলেন তিতাস সাধু, হৃষিতা বসু ও রিচা ঘোষ। বিমানবন্দরে নামার পর তাঁরা জানান, আগে আমাদের কেউ চিনতো না। তবে বিশ্বকাপ জয়ের পর সবাই চিনেছে। সিনিয়র দলের হয়ে বিশ্বকাপ জয় এখন আমাদের লক্ষ্য।  আইপিএলেও ভালো পারফর্ম করতে চান তাঁরা।  ২০২৫ সালে ভারতে সিনিয়রদের বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করেন তাঁরা।

উল্লেখ্য, সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি জানিয়েছেন, বিশ্বকাপজয়ী তিন বাংলার ক্রিকেটারকে ১০ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে।

 

 

Comments are closed.