বকেয়ার দাবিতে আরও জোরদার আন্দোলনের পথে তৃণমল; ১ নভেম্বর থেকে মাঠে নামছে ঘাসফুল শিবির 

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শেষে ধর্না কর্মসূচি প্রত্যাহার করেছিলেন অভিষেক ব্যানার্জি। তবে ১০০ দিনের কাজের বকেয়া সহ অন্যান্য দাবি দাওয়া না মিটলে তাঁরা যে ফের আন্দোলনের পথে হাঁটবে তা জানিয়ে দিয়েছিলেন। এবং ১ নভেম্বর থেকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ফের আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। 

জানা গিয়েছে, উৎসব পর্ব মিটলেই ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনকে আরও জোরদার করার লক্ষ্যে হাঁটবে তৃণমূল। জানা গিয়েছে, ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই আন্দোলন সংগঠিত করার প্রস্তুতি শুরু হবে ১ নভেম্বর থেকে। 

পায়ের চোটের কারণে গতবার দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন না মমতা ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছিলেন ডিসেম্বর তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে ফের দিল্লিতে আন্দোলন সংগঠিত হবে। এবং তারই প্রস্তুতি হিসেবে নভেম্বর থেকেই মাঠে নামতে চলেছে ঘাসফুল শিবির। 

Comments are closed.