মমতা-অভিষেক সহ ৪ কেন্দ্রের জন্য দায়িত্বে ৫ মন্ত্রী; উপনির্বাচনের প্রচারে ঝাঁপাচ্ছে তৃণমূল 

পুজোর পরেই রাজ্যে উপনির্বাচন। খড়দহ, শান্তিপুর, গোসাবা, দিনহাটায় উপনির্বাচন ৩০ অক্টোবর। এবার চার কেন্দ্রের ভোট ঘিরে জোর কদমে প্রচারের প্রস্তুতি শুরু করল ঘাসফুল শিবির। 

তৃণমূল সূত্রে খবর, চার কেন্দ্রেই প্রচারে যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেই সঙ্গে প্রতিটি কেন্দ্রে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের ৫ জন মন্ত্রীকে। ৪ কেন্দ্রেই ভোট প্রচারে যাবেন সুব্রত মুখার্জি, পার্থ চ্যাটার্জি, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যরা। এছাড়াও দলের একাধিক বিধায়ক, সাংসদকেও প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। তালিকায় সৌগত রায়ের মতো বর্ষীয়ান সাংসদ, দেবের মতো তারকা সাংসদও রয়েছেন। 

একুশের বিধানসভা নির্বাচনে চার কেন্দ্রের মধ্যে খড়দহ, গোসাবায় তৃণমূল জয় পেলেও, শান্তিপুর এবং দিনহাটা কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছে। সেক্ষত্রে এই দুটি কেন্দ্রে বাড়তি গুরুত্ব দিচ্ছে শাসক শিবির। 

উল্লেখ্য ভবানীপুরে সহ সামসেরগঞ্জ এবং জঙ্গিপুর তিনটি কেন্দ্রেই তৃণমূল জিতেছে। ঘাসফুল শিবিরের দাবি, চার কেন্দ্রের উপনির্বাচনের প্রত্যেকটিতেই তারা জয়ী হবে। 

যদিও চার কেন্দ্রে তৃণমূলকে জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির। শুক্রবারই বিজেপির তরফেও চার কেন্দ্রের জন্য তারকা প্রচারকের তালিকা প্রকাশ করা হয়েছে। চার কেন্দ্রের জন্য ৭ কেন্দ্রীয় মন্ত্রীকে প্রচারে নামাচ্ছে বিজেপি। 

Comments are closed.