বঙ্গ ভোটে ধোনি-যোগ! খড়গপুরে হিরণের বিরুদ্ধে হেলিকপ্টার শট নিয়ে তৈরি প্রদীপ

ক্যাপ্টেন কুলের ম্যাজিক চলবে খড়গপুরে?

বঙ্গ ভোটে ধোনি যোগ! 

অবাক হলেন? ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে কি কানেকশন একুশে নির্বাচনের? আছে। আছে এক মোক্ষম যোগ। 

খড়গপুর সদর কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার MSD‘র বহুদিনের সাথী। আরও অবাক লাগছে? তাহলে শুনুন, শুধু বন্ধু নয় এক ব্যাটের পার্টনার বললে ভুল হয় না। তাই বাংলায় মহা গুরুত্বপূর্ণ একুশের ভোটে ধোনির বন্ধু প্রদীপের ব্যাটে হেলিকপ্টার শট দেখলে অবাক হবেন না!

ধোনি তখন খড়গপুর স্টেশনে টিকিট চেকার। চাকরির পাশাপাশি চুটিয়ে চলছে ক্রিকেট। খেলাতে ধোনির সঙ্গী ছিলেন প্রদীপ। দুজনেই একসঙ্গে বিভিন্ন জায়গায় খেপ খেলে বেরিয়েছেন। সেই সময় বিশ্ব ক্রিকেটে সর্বকালের অন্যতম হাই ভোল্টেজ ক্যাপ্টেনের দর ছিল ২০০-৩০০ টাকা! টাকা তো পরের কথা, খেলতে পারাটাই আসল। এভাবেই যতদিন ধোনি বাংলায় চাকরি করেছেন, প্রদীপ সরকারের সঙ্গে খেপ খেলে বেরিয়েছেন মাঠে ঘাটে। 

আইপিএল বাদে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়ে ধোনি এখন অবসর কাটাচ্ছেন রাঁচির ফার্ম হাউসে। আর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিজের সিটে এবার প্রার্থী বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা হিরণ চ্যাটার্জি। 

খেলা মোটেই সহজ না। দিলীপ ঘোষ সাংসদ হয়ে যাওয়ায় এই খড়গপুর আসনে উপনির্বাচন হয়। সেখানে লোকসভায় নেওয়া দিলীপ ঘোষের বিশাল লিডকে টেক্কা দিয়ে পাল্টা লিড নেন তৃণমূলের প্রদীপ সরকার। উপনির্বাচন যদি টি-টোয়েন্টি হয় তাহলে এবার লাল বলের টেস্ট ম্যাচ। বিজেপি সর্বশক্তি দিয়ে খড়গপুর ছিনিয়ে নিতে মরিয়া। দিলীপ ঘোষের এলাকায় বিজেপি তাই প্রার্থী করেছে জনপ্রিয় অভিনেতা হিরণ চ্যাটার্জিকে। দিলীপ নিজে সময় দিচ্ছেন এলাকায়। অন্যদিকে দুর্গ আগলাচ্ছেন মাহির বন্ধু প্রদীপ সরকার। পারবেন কি বিজেপিকে হারাতে? অক্ষুণ্ণ থাকবে জয়ের ধারা? 

এক সময় ধোনির সঙ্গে ২২ গজে সময় কাটানো প্রদীপ সরকার বন্ধুর মতোই কুল। বলছেন, একেবারে শেষ পর্যন্ত টেনে নিয়ে ছক্কা মেরে ম্যাচ জেতানো আমারও পছন্দের। খেলা হবে।

Comments are closed.