প্রশাসন অনুমতি দেয়নি তার প্রমাণ দিক বিজেপি, রথ যাত্রা ইস্যুতে চ্যালেঞ্জ তৃণমূলের

নিজেকে দয়ার পাত্র হিসেবে দেখানো বন্ধ করুক বিজেপি

বিজেপির প্রস্তাবিত রথযাত্রা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্য সরকার তৃণমূলের চাপে রথযাত্রার অনুমতি দিচ্ছে না, এই অভিযোগ করেছিলেন বিজেপি নেতারা। শুক্রবার সকালে তৃণমূলের অফিসিয়াল হ্যান্ডলে অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধেই বিদ্বেষপরায়ণ হয়ে অসত্য প্রচার চালানোর অভিযোগ করা হয়েছে। বিজেপিকে তথ্যপ্রমাণ দাখিলের চ্যালেঞ্জ। 

রথ যাত্রার অনুমতি নিয়ে পারদ চড়ছে বাংলায়। বিজেপি মুখ্যসচিবের কাছে অনুমতি চেয়েছে। নবান্ন থেকে জানানো হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন অনুমতি দেবে। তা নিয়েই আপত্তি গেরুয়া শিবিরের। এর মধ্যেই আদালতে যাত্রা বাতিলের দাবিতে দায়ের হয়েছে মামলা। 

এই প্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করল তৃণমূল। তাঁদের অভিযোগ বিজেপিকে অনুমতি দেওয়া হয়নি একথা নির্জলা মিথ্যে। তৃণমূলের চ্যালেঞ্জ বিজেপি এই অভিযোগের তথ্য প্রমাণ দাখিল করুক। কটাক্ষ করে বলা হয়েছ, এভাবে নিজেকে দয়ার পাত্র হিসেবে দেখানো বন্ধ করুক বিজেপি। শেষে লেখা হয়েছে এই ইস্যুর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। 

শনিবার নদিয়ার নবদ্বীপ থেকে বিজেপির রথযাত্রা সূচনা করার কথা জেপি নাড্ডার। ৫ ভাগে এই রথযাত্রা ঘুরবে গোটা রাজ্যে।

Comments are closed.