মমতাই প্রথম ৪০% মহিলা প্রার্থী দিয়েছিলেন, উত্তরপ্রদেশ নিয়ে প্রিয়াঙ্কার ঘোষণাকে খোঁচা তৃণমূলের

তৃণমূলই দেশের মধ্যে প্রথম দল, যারা লোকসভা নির্বাচনে ৪০% মহিলা প্রার্থী দিয়েছিল। মঙ্গলবার প্রিয়াঙ্কা গান্ধী ঘোষণা করেছিলেন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ৪০% শতাংশ আসনে মহিলা প্রার্থী দেবে কংগ্রেস। তাঁর এই ঘোষণা পরিপ্রেক্ষিতেই এবার ট্যুইট করে প্রতিক্রিয়া জানাল ঘাসফুল শিবির। 

বুধবার ঘাসফুল শিবিরের তরফে ট্যুইটে লেখা হয়, মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজনীতিতে মহিলাদের যোগদানের ক্ষেত্রে পথ দেখিয়েছে তৃণমূল। আমরাই প্রথম রাজনৈতিক দল যারা লোকসভা নির্বাচনে ৪০% মহিলা প্রার্থী দিয়েছিলাম। 

এখানেই না থেমে কংগ্রেসেকে মমতার দলের কটাক্ষ, এই কঠিন সময় কংগ্রেসের এই অনুকরণ ইতিবাচক। আশা করব, এই সিদ্ধান্ত আন্তরিক ভাবেই নেওয়া। কোনওরকম চমকের উদ্দ্যেশে নয়। পাশাপাশি আরও বলা হয়, কংগ্রেসের কাছে সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ হয়ে থাকলে, শুধু উত্তরপ্রদেশ নয় বাকি রাজ্যগুলিতেও মহিলাদের জন্য ৪০% আসন সংরক্ষিত করা হোক। 

উল্লেখ্য, মঙ্গলবার কংগ্রেস নেত্রী তথা উত্তরপ্রদেশ নির্বাচনের দায়িত্বে থাকা প্রিয়ঙ্কা গান্ধী ঘোষণা করেন, আগামী বিধানসভা ভোটে তাঁরা ৪০% আসনে মহিলা প্রার্থী দেবে। সেই মতো রাজ্যজুড়ে আবেদনপত্র জমা নেওয়ার কাজও শুরু হয়েছে। 

উত্তরপ্রদেশের মোট ভোটারের ৪৬% মহিলা ভোট। রাজনৈতিক মহলের একাংশের মতে দেশের সব থেকে বেশি বিধানসভা আসনের রাজ্য উত্তরপ্রদেশে নিজেদের হারানো জমি ফিরে পেতে মহিলা ভোটেই ভরসা রাখতে চাইছে কংগ্রেস। সেক্ষত্রে প্রিয়াঙ্কার এই ঘোষণা ভোট বাক্সে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। 

Comments are closed.