TMC Joining: শাসক দলে কুমারগ্রামের বিজেপি নেতা লিওস কুজুর, জানেন কে এই আদিবাসী নেতা?

ফের বিজেপিতে ভাঙ্গন ধরাল তৃণমূল। এবার আদিবাসী অধ্যুষিত উত্তরবঙ্গের কুমারগ্রামের গেরুয়া শিবিরের নেতা লিওস কুজুর শতাধিক কর্মী সমর্থক নিয়ে যোগ দিলেন শাসক শিবিরে। ২০১৬ সালে কুমারগ্রাম বিধানসভায় বিজেপি প্রার্থী হিসেবে ভোটে লড়েন লিওস কুজুর। 

ফের ভাঙল বিজেপি। এবার উত্তরবঙ্গের কুমারগ্রামে বিজেপির সবচেয়ে বড়ো নেতা লিওস কুজুর যোগ দিলেন তৃণমূলে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের কুমারগ্রামে গেরুয়া রাজনীতি আবর্তিত হয় যে লিওস কুজুরকে ঘিরে তিনি তৃণমূলে যোগ দেওয়ায় কুমারগ্রাম থেকে শুরু করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির চা বাগান এলাকায় তৃণমূলের প্রভাব বাড়বে বলেই মনে করছেন তৃণমূল নেতারা। 

এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মলয় ঘটকের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন লিওস কুজুর। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে লিওসের অনুগামীদের কুমারগ্রামেই তৃণমূলে যোগদান করানো জয়। বাইপাসের ধারে তৃণমূল ভবনে লিওস কুজুর, প্রেম পান্না, রমেশ লাকরা প্রমুখের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মলয় ঘটক ও চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমার দাবি, লিওসের যোগদানে আদিবাসী অঞ্চলে আরও শক্তিশালী হবে তৃণমূল।

Comments are closed.