অভিষেককে শান্তিকুঞ্জে চায়ের নিমন্ত্রণ শুভেন্দুর ভাইয়ের; ফের চর্চায় ‘সৌজন্য-সাক্ষাৎ’ 

শুক্রবার মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার ‘সৌজন্য-সাক্ষাৎ’ রাজনৈতিক মহলকে কার্যত চমক দিয়েছিল। সেই রেশ এখনও কাটেনি। এর মধ্যেই শান্তিকুঞ্জে অভিষেক ব্যানার্জিকে চা পানের জন্য নিমন্ত্রণ করলেন শুভেন্দু অধিকারীর ভাই তথা তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। যা নিয়ে ফের একবার চর্চা শুরু হয়েছে। 

আগামী ৩ ডিসেম্বর কাঁথির প্রভাত কুমার কলেজ ময়দানে সভা করতে আসছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। আর সভাস্থল থেকে পায়ে হাঁটা দুরুত্বে শান্তিকুঞ্জ। এই প্রসঙ্গেই দিবেন্দ্যু অধিকারী বলেন, আমার বাড়ির কাছেই ওনার সভা আছে। উনি এলে, আমার বাড়িতে চা খেতে আসতে বলব। উনি এলে আমি খুশি হব। 

একুশের ডিসেম্বর থেকে অধিকারী বাড়ি শান্তিকুঞ্জ এবং অভিষেক ব্যানার্জির বাড়ি শান্তিনেকতন যুযুধান দুই শিবির। শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর অভিষেক ব্যানার্জি যখনই কাঁথিতে এসেছেন ঝাঁজালো ভাষায় আক্রমণ করেছেন অধিকারীদের। পাল্টা তীব্র ভাষায় উত্তর দিয়েছেন বিরোধী দলনেতাও। শিশির অধিকারী, দিবেন্দ্যু অধিকারী কথায় কলমে তৃণমূল সাংসদ হলেও একুশের বিধানসভা ভোটের সময় থেকে দলের সঙ্গে কার্যত তাঁদের কোনও সম্পর্ক নেই। তবে এবার দিবেন্দ্যুর আমন্ত্রণে যদি সত্যি অভিষেক শান্তিকুঞ্জ-এ যান, তা হলে নিঃসন্দেহে ফের একটা চমকপ্রদ ঘটনার সাক্ষী থাকবে রাজ্য রাজনীতি। 

তৃণমূলের তরফে দিবেন্দ্যু অধিকারীর আমন্ত্রণ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অনেকের মতে রাজনীতিতে কোনও কিছুই অসম্ভব না। সে দিক দিয়ে অভিষেক ব্যানার্জি দিবেন্দ্যু অধিকারীর আমন্ত্রণে সাড়া দেন কিনা এখন সেটাই দেখার। 

Comments are closed.